বাংলারজমিন

দৌলতপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:০২ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিরুদ্ধে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মঈন উদ্দিন মোহন সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে মোহন বলেন, স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় গত ১২ই জুন সকাল সাড়ে ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শাহ আলম মেম্বার ওরফে আলম মোল্লা এবং দৌলতপুর ছাত্রলীগের আহ্বায়ক চঞ্চল হোসেনের নেতৃত্বে ৭-৮ জনের একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। পরে স্থানীয় লোকজন ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় পরদিন হামলাকারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় থানায় মামলা দায়ের করা হয়। যার নং ২৯। কিন্তু হামলার মামলা হলেও দৌলতপুর থানা পুলিশ আসামিদের গ্রেপ্তার না করে উল্টো হামলাকারী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে গোপন আঁতাত করে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে। যার কারণে সন্ত্রাসীরা আবারো উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশসহ বিভিন্ন প্রকার হুমকি অব্যাহত রেখেছে। ফলে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ তার পরিবারের লোকজন ভীতসন্ত্রস্ত ও শঙ্কার মধ্যে রয়েছেন। তিনি দৌলতপুর থানা পুলিশের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা ও তার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মঈন উদ্দিন মোহন। এ সময় ফিলিপনগর ইউপি চেয়ারম্যান একে ফজলুল হক কবিরাজসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status