বাংলারজমিন

শায়েস্তাগঞ্জ মহাসড়ক বালুখেকোদের দখলে

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:০২ পূর্বাহ্ন

ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকাসহ আশপাশের সড়কগুলো এখন অবৈধ বালু খেকোদের দখলে রয়েছে। মহাসড়কের দু’পাশে বালুর স্তূপ রেখে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এছাড়াও ওই এলাকায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশকে ম্যানেজ করেই বালু খেকোরা বালুর স্তূপ মহাসড়কে রেখে বিক্রি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ এলাকাসহ আশপাশের মহাসড়কে ১০/২০টি স্থানে বালুর স্তূপ রেখে অবৈধভাবে ব্যবসা করছে প্রভাবশালী বালু খেকোরা। দিনে দুপুরে এ বেআইনি কাজ করলেও তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না হাইওয়ে পুলিশ। যদিও পুলিশ দাবি করেন তাদের সরে যাওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। সরজমিন দেখা যায়, লস্করপুরে প্রভাবশালীরা প্রতিদিন অন্তত শতাধিক ট্রাক মহাসড়কের পাশে দাঁড় করিয়ে বালু লোড আনলোড করে। এতে করে দিনের পর দিন যানজট লেগে থাকে এলাকায়। একদিকে বালুর স্তূপ, অন্যদিকে মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে বালু লোড আনলোডের কারণে মহাসড়ক দিয়ে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি এলাকায় দুটি গাড়ি ক্রস হতে গিয়ে পথচারী যুবকের মৃত্যু হয়। সরকারি নিয়ম অনুযায়ী মহাসড়ক দিয়ে বালু বোঝাই ট্রাক ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বালু ব্যবসায়ীরা মহাসড়কের পাশে বালু রেখে বছরের পর বছর ব্যবসা করে আসছে। অথচ হাইওয়ে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয়দের দাবি অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারলে মহাসড়কে অনেকাংশেই দুর্ঘটনা কমে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status