বাংলারজমিন

রংপুরে এলজিইডি প্রকৌশলীকে পেটালেন যুবলীগ নেতা

জাভেদ ইকবাল, রংপুর থেকে

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৮:৪৭ পূর্বাহ্ন

রংপুরের কাউনিয়া উপজেলার এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীকে পিটিয়ে লাঞ্ছিতসহ ফাইলপত্র তছনছ ও ভাঙচুর করেছে সরকারদলীয় সমর্থিত যুবলীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক। সরকারি উন্নয়নমূলক কাজের অসম্পূর্ণতা রেখে পূর্ণাঙ্গ বিলের জন্য চাপ দেয়াকে কেন্দ্র করে এ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে রাজ্জাকসহ তার সহযোগীরা। এ ব্যাপারে কাউনিয়া থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলজিইডি উপজেলা প্রকৌশলী মামলা গ্রহণ করতে ওসিকে আহ্বান করলে তিনি অভিযোগ হিসেবে দায়ের করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। সরকারি কাজে বাধা দিয়ে কর্মকর্তাকে লাঞ্ছিত করায় সর্বত্রই তোলপাড় শুরু হয়েছে। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া সুলতানা বলেন, সরকারি কাজে বাধার সৃষ্টি করে দপ্তরে এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী গোলাম মো. ফারুককে লাঞ্ছিত করার ঘটনা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় সারাই ইউনিয়নে ৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে একটি পুকুরপাড়ে ৪৭ মিটার দীর্ঘ গাইড ওয়াল নির্মাণ ও প্রতিষ্ঠানে হাই-লো ব্রেঞ্চ সরবরাহের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আজিজা এন্টারপ্রাইজ। কিন্তু ভায়া ঠিকাদারের হয়ে সেই কাজ করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক। তিনি প্রকল্পের হাই-লো ব্রেঞ্চ সরবরাহ না করেই এবং মাত্র ২৩ মিটার গাইড ওয়াল নির্মাণ কাজ করে চূড়ান্ত বিলের টাকার জন্য চাপ প্রয়োগ করেন ভাইস চেয়ারম্যান। এতে উপ-সহকারী প্রকৌশলী গোলাম মো. ফারুক অপারগতা প্রকাশ করলে ভাইস চেয়ারম্যান রাজ্জাক ও তার সহযোগীরা প্রকৌশলী ফারুককে অফিস কক্ষেই উপজেলা প্রকৌশলী শফিউল আলম, অফিস সহকারী মাহবুবুর রহমান ও এমএলএসএস আবদুর রহিমের সামনেই চড় থাপ্পড় মেরে কাগজপত্র, টেবিল চেয়ার তছনছ ও ভাঙচুর করেন।  উপ-সহকারী প্রকৌশলী গোলাম মো. ফারুক জানান, ভায়া ঠিকাদার উপজেলা ভাইস চেয়ারম্যানের বেশ কয়েকটি প্রকল্পের এখনো ৬০% থেকে ৭০% কাজ বাকি থাকায় তিনি চূড়ান্ত বিলে স্বাক্ষর করতে রাজি হননি। এছাড়া কাজের মানও মানসম্মত নয়। এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক উপ-সহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার তার সঙ্গে শুধু কথাকাটাকাটি হয়েছে, কোনো থাপ্পড় মারার ঘটনা ঘটেনি। এ বিষয়ে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। মামলার বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ প্রথমে বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। পুনরায় তাকে প্রশ্ন করা হয় যে, কাউনিয়া থানায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী গোলাম মো. ফারুক বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার সিল স্বাক্ষরসহ কপি আমাদের কাছে রয়েছে। তখন তিনি মোবাইল ফোনটি কেটে দেন। রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন জানান, বিষয়টি তিনি প্রকৌশলীর মাধ্যমে অবগত হয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে কাউনিয়া উপজেলার এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status