বাংলারজমিন

ট্রেন দুর্ঘটনা রোধে সিগন্যাল ট্রান্সমিটার আবিষ্কার

সিংড়া (নাটোর) প্রতিনিধি

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৮:৪৬ পূর্বাহ্ন

দুর্বৃত্তায়ন ও লাইনচ্যুতির কারণে সারা দেশে বছরে কমপক্ষে ১৫ থেকে ২০টি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। আর এতে ক্ষয়ক্ষতি হয় কয়েক কোটি টাকার। আবার কারো কারো প্রাণও চলে যায়। সম্প্রতি ট্রেন দুর্ঘটনা রোধে সিগন্যাল ট্রান্সমিটার আবিষ্কার করেছেন নাটোরের সিংড়া পৌর এলাকার গোডাউন পাড়া মহল্লার মৃত রওশন আলীর ছেলে মনোয়ার হোসেন মিঠুন। ব্যক্তি জীবনে মিঠুন বগুড়ার শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার হিসেবে কর্মরত রয়েছেন। তার আবিষ্কৃত সিগন্যাল ট্রান্সমিটার আগেই জানিয়ে দিবে দুর্বৃত্তায়ন ও লাইনচ্যুতির খবর। মিঠুনের দাবি দুর্বৃত্তায়ন ও লাইনচ্যুতির কারণে স্লিপার কিংবা পাটাতন বিচ্ছিন্ন হয়ে থাকলে আগেই জানিয়ে দেবে এই সিগন্যাল ট্রান্সমিটার। আর এতে ট্রেন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে যাত্রী সাধারণ। তিনি জোর দাবি করে বলেন, আমার এই আবিষ্কৃত সিগন্যাল ট্রান্সমিটার প্রতিটা স্টেশনে ব্যবহার করলে ট্রেন দুর্ঘটনা রোধ করা সম্ভব। তিনি এ প্রতিবেদককে  বলেন, একদিন ট্রেনে ভ্রমণকালে মনে হয়েছিল দুর্বৃত্তায়ন ও লাইনচ্যুতির কারণে দেশে অহরহ ট্রেন দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। তাই ট্রেন দুর্ঘটনা রোধে মনে মনে ভাবতে থাকি। বাড়ি ফিরে গবেষণা করতে থাকি, কি করে এই ট্রেন দুর্ঘটনা রোধ করা যায়। দীর্ঘদিন চেষ্টার ফলে সম্প্রতি আবিষ্কার করতে পেরেছি সিগন্যাল ট্রান্সমিটার। দুর্বৃত্তায়ন ও লাইনচ্যুতির কারণে স্লিপার কিংবা পাটাতন বিচ্ছিন্ন হয়ে থাকলে আগেই জানিয়ে দেবে এই সিগন্যাল ট্রান্সমিটার।
 মিঠুন জানান, সরকারিভাবে আমাকে পরীক্ষামূলক সুযোগ দিলে শতভাগ বাস্তবে রূপ দেয়া সম্ভব। দেশ ও দেশের বাইরে প্রতিটা স্টেশনে এই সিগন্যাল ট্রান্সমিটার ব্যবহারে খরচ পড়বে মাত্র ৭০ হাজার টাকা। এতে ট্রেন দুর্ঘটনা রোধসহ জানমাল রক্ষা করা সম্ভব বলে তিনি জানিয়েছেন। এ জন্য তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও রেলমন্ত্রী মুজিবুল হকের সুদৃষ্টি কামনা করেছেন।   
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status