অনলাইন

গাজীপুরের ৮টি স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ১১:৫২ পূর্বাহ্ন

ফাইল ছবি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিত হয়ে যাওয়া আটটি ভোট কেন্দ্রে আজ বৃহস্পতিবার পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ওই আটটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৭৫৮ জন। এই ভোটগ্রহণের মাধ্যমে ৫টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের এবং ১টি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদের ভাগ্য নির্ধারণ হবে। ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্রগুলোতে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রেই একজন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উর্ধতন কর্মকর্তাগণ ভোট কেন্দ্র পরিদর্শন করছেন।
কেন্দ্রগুলোর মধ্যে ৯ নম্বর ওয়ার্ডে শুধু মাত্র সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মদিনাতুল উলুম সিনিয়র মাদরাসা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৭ নং ওয়ার্ডে কুনিয়া হাজী আ: লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ ও ২, ৪২ নং ওয়ার্ডে বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৮নং ওয়ার্ডে জাহান পাবলিক দত্তপাড়া  ৫১ নং ওয়ার্ডে খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় ১ ও ২ (পুরুষ কেন্দ্র) এবং ৫৩ নং ওয়ার্ডে হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ সিটি করপোরেশনের মোট ৫৭টি সাধারণ ওয়ার্ডের (৯টি সংরক্ষিত ওয়ার্ড) ৪২৫টি ভোটকেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণকালে বিভিন্ন অনিয়মের কারণে এই ৮ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status