বিনোদন

হুমায়ূন আহমেদ স্মরণে আজ

স্টাফ রিপোর্টার

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ১১:৩০ পূর্বাহ্ন

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীসহ রাজধানীর বিভিন্নস্থানে তার ভক্ত, সুহৃদ, শুভাকাক্সক্ষী ও স্বজনরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এ ছাড়া টিভি চ্যানেলগুলোতেও থাকছে বিভিন্ন আয়োজন। চ্যানেল আইতে হুমায়ূন আহমেদকে নিয়ে দুপুর সাড়ে ১২টায় বিশেষ টক শো ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। চ্যানেল আইতে বিকাল সাড়ে ৩টায় প্রচার হবে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি। এটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। মাছরাঙা টেলিভিশনে রাত ১১টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের জনপ্রিয় গান গেয়ে শোনাবেন কণ্ঠশিল্পী অপু ও চম্পা বণিক। স্বীকৃতি প্রসাদ বড়ূয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। এনটিভিতে বিশেষ শুভ সন্ধ্যা থাকছে হুমায়ূন আহমেদ স্মরণে। অনুষ্ঠানে অতিথি থাকবেন তরুণ লেখক ও গবষেক ডক্টর সানজিদা ইসলাম। ২০১২ সালের এই দিনে নিউ ইয়র্কের একটি হাসপাতালে হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। নেত্রকোনার কেন্দুয়ায় ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি মুক্তিযুদ্ধে শহীদ হন। মায়ের নাম আয়েশা ফয়েজ। এই গুণী লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের ব্যস্ততায় তিনি অধ্যাপনা ছেড়ে দেন। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার ও চলচ্চিত্রকার। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় তিন শতাধিক। তার অন্যতম উপন্যাসগুলো হচ্ছে নন্দিত নরকে, মেঘ বলেছে যাব যাব, আগুনের পরশমণি, আমরা কেউ বাসায় নেই, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া প্রভৃতি। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’ প্রভৃতি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status