বিনোদন

বিশ্বকাপের পর নতুন ছবি মুক্তির তোড়জোড়

কামরুজ্জামান মিলু

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৫ পূর্বাহ্ন

গেল রোজার ঈদের দু’দিন আগে শুরু হয় বিশ্বকাপ ফুটবল। পুরো বিশ্বের দর্শকের সঙ্গে বাংলাদেশের দর্শকও এবারের বিশ্বকাপ নিয়ে মাসব্যাপী মেতেছিল। এই সময়ে ঈদের ছবিগুলো দেখার জন্য দর্শকের উপচে পড়া ভিড় ছিল মাত্র কয়েকদিন। তবে বিশ্বকাপ শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন বেশ কিছু ছবির প্রযোজক ও পরিচালক। এখন তারা ছবিগুলো মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন। বিশেষ করে বলতে গেলে বিশ্বকাপের পর নতুন ছবি মুক্তির তোড়জোড় শুরু হয়েছে। প্রতিনিয়ত বুকিং হচ্ছে ছবি মুক্তির নতুন তারিখ। বিশ্বকাপ ফুটবল চলাকালে ঈদের ছবিগুলো এক প্রেক্ষাগৃহ থেকে আরেকটিতে ঘুরেছে। আগামী সপ্তাহ থেকে এমনটি আর হবে না। কারণ, আগামীকাল প্রেক্ষাগৃহে দুটি ছবি মুক্তি পাবে। ছবি দুটি হচ্ছে রাজা চন্দের ‘সুলতান: দ্য সেভিয়ার’ ও রাশান নুরের ‘বেঙ্গলি বিউটি’। এ ছবি দুটির মধ্যে কলকাতার জিৎ ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিমের ‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবিটি বেশিরভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছবিটি বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করে এ প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বলেন, প্রাথমিকভাবে একশ’র বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে জিৎ, মিমের পাশাপাশি কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও অভিনয় করেছেন। বিশ্বকাপের পরপরই নতুন এ ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী। সাফটা চুক্তির আওতায় মুক্তি পেতে যাচ্ছে এ ছবিটি। এদিকে রাশান নূরের ‘বেঙ্গলি বিউটি’ ছবিতে লাক্সতারকা টয়া অভিনয় করেছেন। এ ছবিতে টয়ার বিপরীতে অভিনয় করেছেন রাশান নূর নিজেই। তিনি ছবিটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, আাগামীকাল মুক্তি পাবে আমাদের নতুন ছবি বেঙ্গলি বিউটি’। ইচ্ছে ছিল গত ফেব্রুয়ারিতেই মুক্তি দেয়ার। নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। আমরা প্রস্তুত। আমাদের চাওয়া, ছবিটি দর্শক দেখুক। চারটি সিনেমা হলে প্রাথমিকভাবে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়। এদিকে বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ ছবিটি আমদানি করছে এন ইউ ট্রেডার্স। এ প্রতিষ্ঠান থেকে এর আগে শাকিব খান অভিনীত ‘চালবাজ’ মুক্তি দেওয়া হয়েছিল। এন ইউ ট্রেডার্সের কর্ণধার ও প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া এখন যুক্তরাষ্ট্রে। তিনি মুঠোফোনে বলেন, বিশ্বকাপের পরপরই দেশের দর্শক ‘ভাইজান এলো রে’ ছবিটি দেখতে পাচ্ছেন। তাই ছবিটি নিয়ে আমরা আশাবাদী। শুক্রবার শাকিব খান, কলকাতার শ্রাবন্তী ও পায়েল সরকার অভিনীত এ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে ২৭শে জুলাই মুক্তি পাবে। এ ছবি প্রসঙ্গে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা বলেন, ‘ভাইজান এলো রে’ কলকাতায় ভালো ব্যবসা করেছে। আমরা চাই এদেশেও ছবিটি ভালো যাক। ২০শে জুলাই জাজের ছবি ‘সুলতান’ আছে। বেশিরভাগ ভালো হল তাদের দখলে। তাই ২৭শে জুলাই ছবিটি মুক্তি দেয়া হবে। তবে ২০শে জুলাই ছবিটি মুক্তি পেলে আরো ভালো হতো। বিশ্বকাপ শেষে এটিকে ঈদের আনন্দ মনে করছেন আরো নির্মাতারা। কারণ এরইমধ্যে তপন আহমেদের ‘ডিটেকটিভ’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’, মিনহাজ অভির ‘মেঘকন্যা’ ও মুকুল নেত্রবাদীর ‘ফিফটি ফিফটি লাভ’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে। ‘জান্নাত’ ও ‘মেঘকন্যা’ নামের দুটি ছবির প্রাথমিক মুক্তির তারিখ ছিল ২৭শে জুলাই। তবে ওই তারিখে ছবি দুটি মুক্তি দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন নির্মাতারা। এদিকে আসছে ১০ই আগস্ট মুকুল নেত্রবাদীর ‘ফিফটি ফিফটি লাভ’ ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, অরিন, অঞ্জলী সাথী, আশিকসহ অনেকে। এ ছবির প্রযোজক মাসুম পাটোয়ারী জানান, এ ছবিতে সুন্দর একটি গল্প রয়েছে। মধুমিতা ফিল্মসের প্রথম ছবি এটি। বিশ্বকাপের পর দর্শকরা বিনোদনের জন্য সিনেমা হলে ভিড় জমাবে বলে আশা করছি। আমাদের ছবির গল্প, গান ও কাহিনী দর্শকদের আকৃষ্ট করবে। আমি এ ছবিটি নিয়ে বেশ আশাবাদী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status