খেলা

ওয়ানডের সিরিজের আগেই যোগ দিচ্ছেন ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

স্পোর্টস রিপোর্টার

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ব্যাটিং লজ্জার ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে শুরু হয়ে গেছে ওয়ানডে সিরিজের প্রস্তুতির। আজ ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। একটাই লক্ষ্য ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো। কিন্তু ব্যাটিংয়ের হাল ধরতে হবে সেই তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদদেরই। যারা টেস্টে ছিলেন দারুণভাবে ব্যর্থ। এমন ব্যর্থতার পর আবারো ব্যাটিং কোচের অভাবটাই বড় হয়ে এসেছিল বাংলাদেশের সামনে। অবশেষে সেই অভাবও পূরণ হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজ শুরুর আগেই নিয়োগ দিতে যাচ্ছে ব্যাটিং পরামর্শক। প্রোটিয়া কোচ নিল ম্যাকেঞ্জি নিচ্ছেন টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন দৈনিক মানবজমিনকে বলেন, ‘আমরা তার (ম্যাকেঞ্জি) সঙ্গে কথা বলেছি। আমরা আশা করি, ওয়েস্ট ইন্ডিজেই আমাদের জাতীয় দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবেন তিনি। সব মোটামুটি চূড়ান্ত। সবকিছু ঠিকঠাক থাকলে ২২শে জুলাইয়ের মধ্যেই উনি দলের সঙ্গে যোগ দেবেন।’
প্রায় এক বছরের বেশি সময় ধরে ব্যাটিং কোচ নেই বাংলাদেশ দলের। অনেক খোঁজাখুঁজি ও আলোচনার পর অবশেষে টাইগাররা পেলো ব্যাটিং পরামর্শক। জানা গেছে তার নিয়োগ হবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার প্রথম মিশন ওয়েস্ট ইন্ডিজেই ওয়ানডে সিরিজ থেকে। বিসিবি আনুষ্ঠানিকভাবে নাম না জানালেও নিল ম্যাকেঞ্জি পেতে যাচ্ছেন এই দায়িত্ব তা অনেকটাই নিশ্চিত। ৪২ বছর বয়সী সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান বাংলদেশের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে বেশ আগেও কয়েকবারই গুঞ্জন ওঠে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর তখনকার ব্যাটিং কোচ থিলান সামারাবিরার সঙ্গে চুক্তি আর নবায়ন করেনি বিসিবি। তখন থেকেই নেই ব্যাটিং কোচ। পরে অল্প কিছুদিনের জন্য এসেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল। তবে তার মূল দায়িত্ব ছিল লোয়ার অর্ডারদের ব্যাটিং নিয়ে কাজ করা। এবার যিনি আসছে তার প্রাথমিকভাবে দায়িত্ব হবে ২০১৯ এর বিশ্বকাপ পর্যন্ত। এ বিষয়ে সিইও বলেন, ‘নতুন ব্যাটিং পরামর্শকের সঙ্গে চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংলিশ কোচ স্টিভ রোডস। তার নিয়োগের ঘোষণার সময় বিসিবি সভাপতি বলেছিলেন একে একে সব কোচ নিয়োগ হবে। ক’দিন আগে ফিল্ডিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকারই রায়ান কুককে নিয়োগ দিয়েছে বিসিবি। তিনিও ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার ম্যাকেঞ্জির পালা। প্রায় ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট ও ৬৪ ওয়ানডে খেলেছেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে তার সবচেয়ে আলোচিত কীর্তি বাংলাদেশেই। ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টে গ্রায়েম স্মিথের সঙ্গে গড়েছিলেন ওপেনিং জুটিতে ৪১৫ রান করে গড়েছিলেন বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ২০০৯ সালে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ২০১৫ সাল পর্যন্ত। পরে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে। এখন দেখার তামিম ইকবাল থেকে শুরু করে দলের নয়া সদস্যরা ম্যাকেঞ্জির কাছে কতটা ব্যাটিং দীক্ষা নিতে পারে!
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status