বাংলারজমিন

শহীদদের স্মরণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

পাকুন্দিয়া
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের সম্মানে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণের অংশ হিসেবে বুধবার পাকুন্দিয়া উপজেলার ২৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এর উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীনগর
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম গাছের চারা রোপণ করেন।

রাজনগর
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে সরকারি সহায়তায় ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি নেয়া হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের উপযুক্ত স্থানে বৃক্ষরোপণ করবে। এমন উদ্যোগে শিক্ষার্থীরা বৃক্ষরোপণে আগ্রহী হবে। এছাড়া শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

মৌলভীবাজার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেশব্যাপী ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়েছে। ১৮ই জুলাই মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য  সৈয়দা সায়রা মহসীন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আ. লীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

বরুড়া
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: বরুড়ার দশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচশ’ ফলদ ও  বনজ গাছের চারা  বিতরণ করা হয়েছে। গতকাল বরুড়া উপজেলা বন সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান মো. কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমসহ দশ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার ৪৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার ফলদ, বনজ ও বৃক্ষ চারা রোপণ করা হবে। বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে কয়েকটি গাছের চারা রোপণ করে জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম আজাদুর রহমান।

পাবনা
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে: বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে পাবনায়। পাবনা জেলায় সামাজিক বন বিভাগের আয়োজনে ৪৮ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এ কর্মসূচি উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২টায় শহীদের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার গাছ রোপণ করা হয়।

কুড়িগ্রাম
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামেও ৩০ লাখ চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের উদ্যোগে জেলায় বুধবার সকাল ১০টায় একযোগে বিভিন্ন প্রজাতির ৬৫ হাজার ৫২০টি চারা রোপণ করা হয়। কুড়িগ্রাম ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপ-পরিচালক স্থানীয় সরকার রফিকুল ইসলাম সেলিম।

নাটোর
নাটোর প্রতিনিধি: নাটোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার নাটোরের কালেক্টরেট স্কুল চত্বরে একটি জলপাই গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

জলঢাকা
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বুধবার সারা দেশের ন্যায় মহান মুক্তিযোদ্ধের ৩০ লাখ শহীদের স্মরণে সারা দেশে একযোগে  ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে উপজেলার দুন্দিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ অঙ্কুরিত করে এ কর্মসূচির উদ্বোধন করলেন নীলফামারী-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status