বাংলারজমিন

রংপুরে ওসির প্রত্যাহার দাবিতে ডিআইজি অফিস ঘেরাও

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:২১ পূর্বাহ্ন

রংপুর কোতোয়ালি থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রংপুর রেঞ্জ ডিআইজি অফিস ঘেরাও করে ১২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানার ওসি বাবুল মিঞাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি অবস্থা চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে নেতৃত্ব দেয়ার অভিযোগ করে ফেসবুকে ছবি পোস্ট করায় বিক্ষুব্ধ হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
গতকাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিআইজি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে অতিরিক্ত ডিআইজি বশির আহমেদের সঙ্গে দেখা করে কোতোয়ালি থানার ওসিকে আগামী ১২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুলসহ জেলা-মহানগর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতারা। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বর্তমান প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে নেতৃত্ব দেয় কোতোয়ালি থানার ওসি বাবুল মিঞা। ওইদিন তার চোখ রাঙানো ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুঁসে ওঠেন। আমরা ডিআইজির সঙ্গে দেখা করে তাকে ওই ছবিটি দিয়েছি। আমাদের দাবি ছিল ১২ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহারের। ডিআইজি প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ বলেন, আওয়ামী লীগের নেতারা আমার সঙ্গে দেখা করে কিছু ছবি দিয়েছে। আমরা ছবিগুলো ভেরিফাই করবো। এছাড়া কোতোয়ালি থানার ওসির বিরুদ্ধে আরো কিছু অভিযোগ তারা তুলেছে। কেউ মাত্রাতিরিক্ত বা বিধিবহির্ভূত কিছু করে থাকলে কিংবা ক্ষমতার অপব্যবহার করে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
কোতোয়ালি থানার ওসি বাবুল মিঞার সাথে কথা হলে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমি ঢাকা কোর্টে ডিউটিতে ছিলাম সাব ইন্সপেক্টর হিসেবে। যখন কোনো বিশেষ ব্যক্তি কোর্টে হাজির হয় তখন তার নিরাপত্তার দায়িত্ব কোর্ট পুলিশের উপর বর্তায়। ওই সময় আমি প্রধানমন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দেই। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমার ওপর যে দায়িত্ব বর্তায় সেটি পালন করা আমার পবিত্র দায়িত্ব। আমি জনস্বার্থেই আমার দায়িত্ব পালন করেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status