বাংলারজমিন

দোহারে ফলদ বৃক্ষ ও ফলমেলা শুরু

দোহার (ঢাকা) প্রতিনিধি

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:২০ পূর্বাহ্ন

 ‘অপ্রতিরোধ্য দেশে অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’- এই স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলা পরিষদে মঙ্গলবার সকাল ১১টা থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ ও ফল মেলা শুরু হয়েছে। প্রধান অতিথি থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলা, সহকারী কমিশনার (ভৃমি) সালমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়াসহ আরো অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status