বাংলারজমিন

গণ-আন্দোলন ছাড়া খালেদার মুক্তির পথ নেই!

জাবি সংবাদদাতা

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৬ পূর্বাহ্ন

বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে দেশে আরেকটি ৫ই জানুয়ারি মার্কা নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে। এ লক্ষ্যে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রাখা হয়েছে। এমন অবস্থায় সর্বাত্মক গণ-আন্দোলন ছাড়া খালেদার মুক্তির পথ নেই বলে মনে করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম। গতকাল  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার  সুচিকিৎসা ও কারামুক্তির দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা এমন মন্তব্য করেন। জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান টিটু বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করছেন। বেগম খালেদা জিয়া কারাগারে নয়, কারাগারে রয়েছে দেশের গণতন্ত্র। তাই রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যুগ্ম অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, ‘সরকার বাকশালী কায়দায় সব ভিন্নমতকে দমন-নিপীড়ন করছে। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বেগম খালেদা জিয়াকে জামিন নিয়ে টালবাহানা শুরু করেছে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। তাই  দেশের সব বিরোধী দলকে এক কাতারে এনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করা হবে।’ অধ্যাপক আবদুল লতিফ মাসুম বলেন, ‘এই সরকার গণতন্ত্রের কথা বলে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে তাই তাদের এত ভয়। সর্বাত্মক গণ-আন্দোলন ছাড়া আমাদের নেত্রীর মুক্তির কোনো পথ নেই। আমি এই মানববন্ধন থেকে  গণতন্ত্রকে বাঁচাতে দেশনেত্রীর মুক্তির আন্দোলনে এ দেশের আপামর জনসাধারণকে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।’ মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক মো. শরিফ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন-দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সুমা মমতাজ প্রমুখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status