বাংলারজমিন

সিলেটের টুকরো খবর

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৮:৩০ পূর্বাহ্ন

আবু জাফরের গণসংযোগ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়রপ্রার্থী আবু জাফরের মই মার্কার সমর্থনে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। বুধবার সকাল থেকে দিনব্যাপী নগরীর পুরানপুল, কদমতলী, বাবনা মোড়, মোমিনখলা, ঝালুপাড়া, মুক্তিযোদ্ধা চত্বর, শিববাড়ী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন। এসময় তিনি বলেন, সিলেট সিটিকে মানুষের বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিপিবি-বাসদ মেয়রপ্রার্থী দিয়েছে। গণসংযোগকালে মেয়রপ্রার্থী আবু জাফরের সঙ্গে ছিলেন শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম হোসেন খোকন, বাসদ নেতা গোলাম রাব্বানী, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি আল কাদেরী জয়,  ছাত্রফ্রন্ট সদস্য হযরত আলী রাজীব, ছাত্রফ্রন্ট বাকৃবি’র সভাপতি সৌরভ দে, তিতুমীর কলেজের ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, শ্রমিক ফ্রন্ট নেতা অরুন বিশ্বাস প্রমুখ।

জুবায়েরের গণসংযোগ
আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নগরবাসী দীর্ঘদিন থেকে উন্নয়ন ও পরিবর্তনের জন্য অপেক্ষার প্রহর গুনছে। সৎ ও যোগ্য জনপ্রতিনিধির অভাবে সিলেট মহানগরী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তিনি নগরীর ২৪ নং ওয়ার্ডের তেররতন এলাকায় টেবিল ঘড়ি মার্কার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ২৪ নং ওয়ার্ডের তেররতন বাজার এলাকায় বিশিষ্ট সমাজসেবী হাফিজ জামাল আহমদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্র্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবীবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন প্রমুখ।

জেলা পরিষদের গণসংযোগ
সিলেট জেলা পরিষদের উদ্যোগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদের সদস্যদের নিয়ে গণসংযোগ করেন। গতকাল সকালে নগরীর বন্দরবাজার, মধুবন সুপার মার্কেট, হাসান মার্কেট সহ আশপাশ এলাকায় নৌকায় ভোট চেয়ে গণসংযোগকালে লিফলেট বিতরণ করেন।এ সময় চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, সদস্য মো. মতিউর রহমান, মোহাম্মদ শাহানুর, নুরুল ইসলাম ইছন, মো. ইমাম উদ্দিন চৌধুরী, স্যায়িদ আহমদ সুহেদ, লোকন মিয়া, সুষমা সুলতানা রুহি, হাছিনা বেগম, তামান্না আকতার হেনা, সাজনা সুলতানা হক চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

কাউন্সিলর প্রার্থী আফতাবের গণসংযোগ
সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বসবাসরত নাগরিকদের নিয়ে পশ্চিম পীর মহল্লাস্থ ঐক্যতান ১৪৬ নং বাসায় এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খান বলেন, ৭ নং ওয়ার্ডে বসবাসরত সকল নাগরিকের বিভিন্ন জেলা সহ নাগরিকদের ভালোমন্দ দেখার দায়িত্ব একজন কাউন্সিলর হিসেবে আমার। আমি নির্বাচিত হলে সকলের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করবো। বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল হকের সভাপতিত্বে সমাজসেবী মো. আইনুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আফতাব হোসেন খান, বিশেষ অতিথি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দিরাই সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর চৌধুরী ও জগন্নাথপুর সমিতির আলহাজ জিল্লুল হক।

ডা. মোয়াজ্জেম হোসেন খানের গণসংযোগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব চরমোনাই ও উলামা মাশায়েখ সমর্থিত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান গতকাল বুধবার দুপুর ১১টা থেকে মহাজনপট্রি, কালিঘাট, ছড়ারপার ও নগরীর ১৪ নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, বিগত ৫০ বছর থেকে চিকিৎসার মাধ্যমে সিলেটের মানুষের সেবা করে আসছি। আমি এই সিলেটের জনগণের ভালোবাসা নিয়ে আগামী ৩০শে জুলাইয়ের ভোটযুদ্ধে ইসলাম এবং মানবতার পক্ষে বিজয় আনতে চাই। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কওমী মাদরাসা বি. সম্পাদক ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর প্রমুখ।

আরিফের সমর্থনে উঠান বৈঠক
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ২০দলীয় জোট মনোনীত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে বিএনপির উদ্যোগে খুলিয়াপাড়ায় ধানের শীষের এক সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির সহ- সভাপতি ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও মো. মাকসুদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর  মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াছমিন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিনা আক্তার। এসময়  নেতৃবৃন্দ ধানের শীষ ও আরিফুল হক চৌধুরীর জন্য সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, কতুব উদ্দিন খান, সওদাগর মিয়া, মাহমুদ আলী, সুমন আহমদ প্রমুখ।

কাউন্সিলর প্রার্থী কামাল মিয়ার গণসংযোগ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক জননন্দিত কাউন্সিলর কামাল মিয়ার ঘুড়ি মার্কার সমর্থনে যুব সংগঠক রাশেদুজ্জামান রাশেদ গণসংযোগ ও প্রচারণা করেছেন। তিনি খাসদবির, বড় বাজার ও আম্বরখানা এলাকার বেশকিছু বাসাবাড়ি ও দোকানে গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে রাশেদুজ্জামান রাশেদ ভোটারদের আগামী ৩০শে জুলাই সারাদিন ঘুড়ি মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status