বাংলারজমিন

ত্রিপুরার বিধায়ক কৃষ্ণধন সরাইলে সংবর্ধিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৮:২৯ পূর্বাহ্ন

ভারতের ত্রিপুরা রাজ্যের বামুটিয়া-৩ আসনের বিধায়ক (এমএলএ) শ্রী কৃষ্ণধন দাসকে সংবর্ধনা দিয়েছে সরাইলের কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়। কৃষ্ণধনের মামার বাড়ি নেয়াগাঁও ইউনিয়নের বুড্ডায় আর শ্বশুর বাড়ি কোচনি গ্রামে। সংগত কারণেই এ মাটির প্রতি নারীর টান রয়েছে ভারতীয় এ নেতার। সকাল ১১টায় বিদ্যালয়ে কৃষ্ণধনের আগমনে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শিক্ষক-শিক্ষার্থী সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক দলের লোকজন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তাকে। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর সরাইল প্রেস ক্লাব, আশুগঞ্জ প্রেস ক্লাব, বিজয়নগর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সরাইল কলেজ, পাঠশালা স্কুল, বুড্ডা গ্রামবাসী, কালিকচ্ছ বাজার কমিটি, পূজা উদযাপন কমিটি সহ অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিধায়ককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। মানপত্র পাঠ করেন সিরাজুল ইসলাম। শিক্ষক বিশ্বজিৎ দাস গুপ্ত ও নাজমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অহিদুজ্জামান লস্কর অপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, থানার দ্বিতীয় কর্মকর্তা মো. জাকির হোসেন, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status