অনলাইন

আট দল মিলে বাম গণতান্ত্রিক জোটের ঘোষণা

স্টাফ রিপোর্টার

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৪:২১ পূর্বাহ্ন

বামপন্থী আটটি দল মিলে ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠনের ঘোষণা দিয়েছে। একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত এ নতুন জোটের পক্ষ থেকে তিনটি কর্মসূচিও ঘোষণা দিয়েছে জোটের নেতারা।

বুধবার দুপুরে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে জোটের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়।

জোটের ঘোষিত কর্মসূচি হলো, ২৪ জুলাই বিক্ষোভ মিছিল, ৪ আগস্ট মতবিনিময় সভা, আগামী ১০ ও ১১ আগস্ট দেশের ছয়টি বিভাগীয় শহরে জনসভা ও মিছিল।

জোটের নেতারা বলেন, ‘নির্বাচনকে যে প্রহসনে পরিণত করা হয়েছে এর বিরুদ্ধে আমরা একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে চাই। নির্বাচন কমিশনসহ যেসব জায়গায় প্রয়োজন সেখানে আমরা লাগাতার অবরোধসহ শক্তিশালী আন্দোলন করবো।’  

সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)  খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক আন্দোলন, গণসংহতি আন্দোলন ও বাসদ (মার্ক্সবাদী) এই আট দল মিলে  বাম গণতান্ত্রিক জোট গঠিত হয়েছে। জোটের সমন্বয়ক করা হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status