খেলা

জিম্বাবুয়েকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৪:১৪ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচ হাতে রেখে দাপটের সঙ্গে ওয়ানডে সিরিজ জিতে নিল পাকিস্তান। সিরিজ বাঁচানোর তৃতীয় ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। বুলাওয়েতে পাকিস্তানের বোলিং তোপে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় হ্যামিল্টন মাসাকাদজার দল। সহজ লক্ষ্যটা এক উইকেট হারিয়ে ৯.৫ ওভারেই টপকে যায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলে ইমাম উল হক আউট হলেও অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন ফখর জামান ও বাবর আজম। ফখর ২৪ বলে ৪৩ ও বাবর ১৯ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ে আর ৪ রান কম করলেই ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড হতো। ১৯৮৬ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। একাই ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামান পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও দাপুটে জয় পায় পাকিস্তান। তৃতীয় ওডিআইতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। ৪৩ রানে ৭ উইকেটের পতন ঘটে। শেষ পর্যন্ত ২৫.১ ওভারে ৬৭ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। সর্বোচ্চ ১৬ রান করেন ওপেনার চামু চিবাবা। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ১০ ও সমান ১০ রানে অপরাজিত থাকেন টেলএন্ডার ওয়েলিংটন মাসাকাদজা। ফাহিমের বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে দুই উইকেট নেন জুনায়েদ খান। সিরিজের বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে ২০ ও ২২ জুলাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status