বিশ্বজমিন

রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের নতুন সনদ আহ্বান বিলাওয়ালের

মানবজমিন ডেস্ক

১৮ জুলাই ২০১৮, বুধবার, ১:৫৪ পূর্বাহ্ন

সব রাজনৈতিক দলকে নিয়ে গণতন্ত্রের একটি নতুন সনদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। দেশে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের এমন একটি নতুন সনদে স্বাক্ষর করা খুবই প্রয়োজন বলে তিনি মনে করেন। এর উদ্দেশ্য হলো নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষা নিশ্চিত করা। মঙ্গলবার তিনি ইসলামাবাদ থেকে লালামুসার উদ্দেশে যাত্রা করেন। এ সময় ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন পিপিপির এই চেয়ারম্যান। এ সময় বিলাওয়াল বলেন, গণতান্ত্রিক দলগুলোর মধ্যে বিরাট আকারে আলোচনা হওয়ার মতো কোনো ইস্যু নেই।  শুধু পিপিপি এবং পিএমএলএনের মধ্যে নতুন একটি গণতন্ত্রের সনদ গড়ে তোলাই প্রয়োজন নয়। এটা সবার জন্য প্রয়োজন। এর আগে ২০০৬ সালের মে মাসে লন্ডনে এমন সনদে স্বাক্ষর করেছিলেন বিলাওয়ালের মা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নওয়াজ শরীফ। এ প্রসঙ্গে বিলাওয়াল বলেন, ওই সনদের কোনো ইতিবাচক বা ভাল কোনো সুবিধা এখন পর্যন্ত তার দল নেয় নি। নওয়াজ শরীফ ও শাহবাজ শরীফ উভয়ের ক্ষেত্রে গণতন্ত্রের সনদের ইস্যুটি ইতিবাচক নয়। বেনজির ভুট্টো ও নওয়াজ শরীফ যে সনদ স্বাক্ষর করেছিলেন তাতে ছিল ৩৬টি দফা। এতে উভয় দল একে অন্যের পাশে ভবিষ্যতে দাঁড়ানোর কথা ছিল। তা ছাড়া তারা বেশ কিছু বিষয়ে সাংবিধানিক সংশোধনের বিষয়ে একমত হয়েছিলেন। সেনাবাহিনী, বিচারবিভাগ ও জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর মতো বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমকে উন্নত করার বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছিল। নির্বাচনী প্রচারণায় বেনজির ভুট্টোকে হত্যা করা হয়। এরপর ২০০৮ সালে সরকার গঠন করে পিপিপি। এর পর থেকে স্বাক্ষরিত গণতন্ত্রের সনদ লঙ্ঘনের জন্য উভয় দল একে অন্যকে অভিযুক্ত করা শুরু করে। দু’দলই জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোকে বাতিল করতে একমত হয়েছিল। কিন্তু তারা তাদের ক্ষমতার মেয়াদে তা করতে ব্যর্থ হয়েছে।
বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, গণতন্ত্রের সনদ, ১৮তম সংশোধনী ও গণতন্ত্রের মূল নীতিগুলো নিয়ে দলগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক আলোচনা হতে পারে। তারপর সবাই মিলে মৌলিক সাংবিধানিক অধিকার, মিডিয়ার স্বাধীনতা, রাজনৈতিক সভা সমাবেশের মুক্ত অধিকার ও মত প্রকাশের মৌলিক অধিকারের বিষয়ে কোনো আপোষ হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status