অনলাইন

বিশ্বের শীর্ষ ধনী এখন আমাজনের জেফ বেজোস

অনলাইন ডেস্ক

১৮ জুলাই ২০১৮, বুধবার, ১১:০৫ পূর্বাহ্ন

বিল গেটসকে টপকে এবার বিশ্বের শীর্ষ ধনী হলেন আমাজনের জেফ বেজোস (৫৪)। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী জেফ বেজোসই এখন বিশ্বের শীর্ষ ধনী। গত সোমবার তাঁর সম্পদের মূল্য ১৫০ বিলিয়নের মাইলফলক স্পর্শ করে।

আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে বেজোসের ৬০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদ বেড়ে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে গেছেন তিনি।
বর্তমানে গেটসের সম্পদের পরিমাণ ৯৫ বিলিয়ন মার্কিন ডলার। অবশ্য ১৯৯৬ সাল থেকে ৭০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার ও ২৯০ কোটি মার্কিন ডলার নগদ অর্থ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে দান করছেন তিনি। অবশ্য এর আগেও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছিলেন বেজোস। ২০১৭ সালে আমাজনের শেয়ারের দাম হঠাৎ বেড়ে গেলে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি শীর্ষে উঠে গিয়েছিলেন। তবে পরে আবার দ্বিতীয় স্থানে নেমে আসেন।

এদিকে ব্লুমবার্গের তালিকা অনুযায়ী, বিশ্বের ৩য় ধনী হিসেবে জাকারবার্গকে পেছনে ফেলে আবার উঠে এসেছেন ওয়ারেন বাফেট। তাঁর সম্পদের পরিমাণ ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। এরপর রয়েছেন জাকারবার্গ। তাঁর সম্পদের পরিমাণ ৮২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় পঞ্চম স্থানে আছেন অ্যামানসিও ওর্তেগা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status