শেষের পাতা

প্রকাশিত সংবাদের ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভাষ্য

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৯:৪৬ পূর্বাহ্ন

গত ১৬ই জুলাই সোমবার দৈনিক মানবজমিন-এর অনলাইন ভার্সনে প্রকাশিত ‘বরিশালে পুলিশ কমিশনারের মাথায় পিস্তল ঠেকিয়ে পেটালেন আওয়ামী লীগ নেতা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে  বলা হয়েছে, প্রকাশিত সংবাদটির ক্যাপশন ও ভেতরের অনেক তথ্য অসত্য ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বক্তব্য হলো- প্রথমত. পুলিশ কমিশনারের মাথায় অস্ত্র ঠেকানোর কোন ঘটনা ঘটেনি। বিষয়টি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

দ্বিতীয়ত. পুলিশ কমিশনারের উপর কোন রাজনৈতিক দলের নেতার চড়াও হওয়ার সংবাদটি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
তৃতীয়ত. ঘটনার সময় বেশ কয়েক ব্যক্তি পিস্তল হাতে নানা অঙ্গভঙ্গি করছিলেন বলে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক নয়।
চতুর্থত. ‘এক পর্যায়ে শাহে আলম কমিশনারের মাথায় পিস্তল ধরেন। এমনকি কমিশনারকে এই সময়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন” বলে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক নয় এবং অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

পঞ্চমত. ‘এরপরেই কমিশনারের মোবাইল ফোনে কোন ব্যক্তি বিশেষ ফোন করে কথা বলেন। মূলত মুঠোফোনে আলাপচারিতার পরই বরিশাল পুলিশ গ্রেপ্তারের মতো কোন ঘটনার দিকে না গিয়ে লঞ্চটি ছেড়ে দেয়’ মর্মে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক নয়। ওই সংবাদ প্রকাশে অসত্য, অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের সন্নিবেশ করে বিএমপি তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে বিনষ্ট করার অপচেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, সংবাদটি প্রকাশের আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল কোন কর্মকর্তার মতামত গ্রহণ করা হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status