খেলা

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলে বুলবুল পুত্র

স্পোর্টস ডেস্ক

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৯:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ মাথায় আলোকিত ক্যারিয়ার ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের। এবার ক্যারিয়ারের শুরুতেই চমক দেখালো আমিনুল পুত্র মাহদি। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ ইনডোর দলে জায়গা পেয়েছে প্রবাসী এই বাংলাদেশি খুদে ক্রিকেটার। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ আসরে খেলবে মাহদি। আগামী ২৬শে সেপ্টেম্বর নিউজিল্যান্ডে শুরু হবে এ আসর। চলবে ৭ই অক্টোবর পর্যন্ত। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়া রাজ্য দল ভিক্টোরিয়া একাদশের নিয়মিত তারকা মাহদি। অস্ট্রেলিয়ার সর্বশেষ অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট আসরে ক্যাপিটাল টেরিটোরি দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভিক্টোরিয়া একাদশ। ভিক্টোরিয়ার সাত জন সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ ইনডোর দলে। মাহদি এদের একজন। মাহদির অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপে খেলার খবর এরই মধ্যে দেশটির জাতীয় ক্রিকেট দলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পুরো দলে মাহদি একমাত্র এশিয়ান তথা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বর্তমানে আইসিসির ম্যানেজার হিসেবে মেলবোর্নে কর্মরত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ছেলের এই অর্জনে উচ্ছ্বসিত আমিনুল ইসলাম বলেন, মাহদি অস্ট্রেলিয়ার হয়ে খেলছে, এটা ভীষণ আনন্দের। সুযোগ পেলে সে একদিন বাংলাদেশের হয়েও খেলবে। ক্রিকেটের প্রতি মাহদির ভালোবাসা আমার চেয়েও বেশি। ওর খেলা দেখে আমার কৈশোরের কথা মনে পড়ে যায়। ওর সাফল্যই আমার একমাত্র চাওয়া। বাংলাদেশের অভিষেক টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরির কৃতিত্ব আমিনুল ইসলামের। ২০০০-এ বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটসম্যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status