দেশ বিদেশ

যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন সিরাজুল আলম খানের দেশে ফেরা বিলম্বিত হচ্ছে

স্টাফ রিপোর্টার

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি তিনবার প্রাইভেট ক্লিনিকে পায়ের ব্যথার চিকিৎসা নিয়েছেন। গত ৭ই জুলাই আকস্মিক মস্তিষ্কে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে নিউ ইয়র্কের এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যাটস্ক্যানিংসহ রক্ত ও হার্টের বিভিন্ন ধরনের পরীক্ষা নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘণ্টা অবস্থানের পর চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রাম ও নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন। চিকিৎসাধীন থাকায় নির্ধারিত সময়ে তিনি দেশে ফিরতে পারছেন না। সিরাজুল আলম খানের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গত বছরের ১৭ই আগস্ট হিপ সংক্রান্ত জটিল অপারেশনের পর গত ৫ই মে থেকে তিনি ১৮ দিন ফলোআপ চিকিৎসা গ্রহণ করেন সাইপ্রাসের নিয়ার ইস্ট ইউনিভার্সিটি হাসপাতালে। সেখানে তার দুই হাঁটু ও দুই বাহুর চিকিৎসা করা হয়। ২৬শে জুলাই সিরাজুল আলম খান-এর দেশে ফেরার কথা ছিল। কিন্তু নিউ ইয়র্ক এলমহার্স্ট হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে থাকায় সিরাজুল আলম খান-এর দেশে ফেরা বিলম্বিত হচ্ছে। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কমিউনিটি নেতা শামসুদ্দিন আহমেদ এর বাসায় অবস্থান করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status