দেশ বিদেশ

প্রচারণায় ব্যস্ত সিলেটের প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থীরা। পাড়ায় পাড়ায় চলছে প্রচারণা। শুধু মেয়র প্রার্থীরাই নয়, দলীয় নেতা-কর্মীরা এসে যোগ দিচ্ছেন প্রচারণায়। গতকাল সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজারসহ কয়েকটি এলাকায় তারা প্রচারণায় চালিয়েছেন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, দেশবাসীর প্রাণের সংগঠন আওয়ামী লীগ ও প্রিয় প্রতীক নৌকা হচ্ছে সাম্য ও সম্প্রীতির প্রতীক। নৌকা বিজয়ী হলে সমাজ ও রাষ্ট্রে সুন্দর পরিবেশ বিরাজ করে, দৃঢ় হয় সম্প্রীতির বন্ধন। তাই আগামী ৩০শে জুলাই অনুষ্ঠিতব্য সিলেট সিটি নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ মূলবান ভোট দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করুন। মঙ্গলবার সকালে সিলেট নগরীর আম্বরখানা মণিপুরীপাড়া, সুনামগঞ্জ রোড, হাউজিং এস্টেট রাস্তার মুখ এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকার, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, সেলিম আহমদ, অ্যাডভোকেট আফছর আহমদ, বেলাল খান, বেণু ভুষণ ব্যানার্জি, পরিমল সিংহ, লিকজিং সিংহ, পঞ্চ সিংহ, প্রমোদ সিংহ, নিকজিত সিংহ, সুতরাং সিংহ, খোকন মিয়া, সুব্রত সামন্ত সরকার, শফিক উদ্দিন ইমদাদ হোসেন ইমু, বখতিয়ার হোসেন প্রমুখ। কামরানের সমর্থনে নার্সেস এসোসিয়েশনের মতবিনিময় সভা: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনের মঙ্গলবার বেলা দেড়টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুরাদ আহমদ। নার্সেস এসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন- ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডা. সৌরভ সরকার, সাধারণ সম্পাদক ডা. স্বজল এস চক্রবর্তী, ইন্টার্ন চিকিৎসক পরিষদ সভাপতি ডা. অরুপ কুমার খা, সাধারণ সম্পাদক ডা. নাহিদ খান সোহাগ, ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শিউলী আক্তার, উপসেবা তত্ত্বাবধায়ক ইলা রাণী দেব, নার্সেস এসোসিয়েশন সিলেট শাখার প্রধান উপদেষ্টা পরিমল বণিক, সভাপতি শামীমা নাছরিন, সহসভাপতি মো. নজরুল ইসলাম, জোবেদা খাতুন, খাদিজা বেগম, ভ্রান্তি বালা দেবী, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক প্রমুখ। আরিফের গণসংযোগ: সিলেটে গাজীপুর কিংবা খুলনা মার্কা নির্বাচন চলবে না উল্লেখ করে ২০ দলের জোট মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমার জীবনের একটি প্রধান উদ্দেশ্য ছিল সিলেট নগরীকে একটি মেগা সিটি ও পরিকল্পিত নগরীর হিসেবে পরিণত করা। এজন্য জনপ্রতিনিধি হিসেবে কিংবা রাজনৈতিক কর্মী হিসেবে যতদিন যে ভূমিকায় ছিলাম ততদিন এই মহানগরীর উন্নয়নে নিজেকে সঁপে দিয়েছি। কোনো ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে জনগণের বৃহত্তর উন্নয়নকে আমি সবসময় প্রাধান্য দিয়েছি। মঙ্গলবার নগরীর ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ নগরের যোগ্য সেবককেই নির্বাচিত করবে উল্লেখ করে তিনি বলেন, অন্যায়কে প্রশ্রয় নয়। এসময় তিনি সবাইকে সকল ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু, বিএনপি নেতা বদরুদ্দোজা বদর, ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খান, আঞ্চলিক কমিটির সভাপতি ইলিয়াস আহমদ মুমিন, মোহাম্মদ আরিফ, মো. নূরুজ্জামান ফয়েজ, বদরুল, আব্দুল মতিন, আব্দুল খালিক, আব্দুল মুকিত, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল মুনিম কামাল, সোয়েব আহমদ। আরিফুল হক নগরীর কুমারপাড়া, ঝরনারপাড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন এবং বাদ জোহর আরিফুল হক চৌধুরী শেখঘাট মিল এলাকার বিভিন্ন জায়গায় গণসংযোগে অংশগ্রহণ করেন। আসরের নামাজ তিনি জল্লারপাড় মসজিদে আদায় করেন এবং নামাজের পর ওই এলাকায় গণসংযোগের পর সন্ধ্যায় তিনি কাজীটুলা এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status