বাংলারজমিন

বদরগঞ্জ পৌরশহরে অবৈধভাবে টোল আদায় : মেয়রের বিরুদ্ধে তদন্ত

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৯:২৭ পূর্বাহ্ন

বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে সাধারণ ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। মেয়রের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে পৌরশহরের ৫টি সড়ক থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছেন। এ ঘটনায় রংপুর জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করা হলে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
অভিযোগের বিষয়ে তদন্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রাফা মোহাম্মদ আরিফ। সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত অটোচালকের উপস্থিতিতে ওই শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জের ইউএনও মো. রাশেদুল হক। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বদরগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর উত্তম কুমার সাহা পৌরশহরের সব সড়ক থেকে প্রতিদিন ১০ থেকে ২০ টাকা হারে চাঁদা আদায় করছেন। অভিযোগ রয়েছে নিয়মনীতি উপেক্ষা করে গরিব রিকশাভ্যান চালকদের কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা আদায়ের ঘটনায় মেয়রের কাছে প্রতিবাদ করেও কোনো ফল না হওয়ায় প্রায় ৬ মাস আগে তারা রংপুর জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ইউএনও কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আবেদনকারীদের পক্ষে সাক্ষ্য দেন অটোচালক রফিকুল ইসলাম, রাশেদ শাহ্‌, শফিকুল ইসলাম ওরফে ভ্যাবল মিয়াসহ অনেকেই।

বদরগঞ্জ ইজিবাইক অটোরিকশা সমবায় সমিতি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মেয়রের নির্দেশে অবৈধভাবে চাঁদা আদায় করা হয়। এ নিয়ে মানববন্ধন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। টাকা দিতে কম-বেশি হলে তারা লাঠি নিয়ে চালকদের পিটিয়ে আহত করে। অন্যায়ভাবে জলিল নামে এক অটোচালককে পিটিয়ে জখম করা হয়। অথচ মেয়র কোনো কথাই শোনে না না।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু রাফা মোহাম্মদ আরিফ বলেন, দুপক্ষের বক্তব্য জানা হয়েছে। সড়কে অবৈধভাবে চাঁদা আদায় করতে পারবে কি না নীতিমালা দেখে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করা হবে।
বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী রাস্তা থেকে টোল আদায় করা হয়েছে। এতে কোনো অন্যায় করা হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status