দেশ বিদেশ

ইউএসএআইডি’র নতুন মিশন প্রধান ডেরিক ব্রাউন ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৯:১৫ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র নতুন মিশন প্রধান ডেরিক এস ব্রাউন ঢাকায় তার দায়িত্ব বুঝে নিয়েছেন। গত শনিবার তিনি বাংলাদেশে পৌঁছান। আমেরিকান সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়- ডেরিক ব্রাউন ইউএসএআইডি বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে (২০১৬ সাল থেকে) তিনি সংস্থাটির এ্যাঙ্গোলা মিশনের প্রধান ছিলেন। এর আগে তিনি ইন্দোনেশিয়াতে তিন বছর মিশন উপ-প্রধান ও এক বছর ভারপ্রাপ্ত মিশন প্রধান হিসেবে কাজ করেন। তারও আগে তিনি  বোতসোয়ানা, তানজানিয়া,  মোজাম্বিক, ঘানা, ডমিনিকান রিপাবলিক এবং আফগানিস্তান মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কাউন্সেলর র‌্যাঙ্ক-এর একজন জ্যেষ্ঠ পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা হিসেবে ব্রাউনের রয়েছে ২৮ বছরেরও বেশি উন্নয়ন বিষয়ক কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশে বিদ্যমান উন্নয়ন প্রতিবন্ধকতাসমূহ মোকাবিলায় তিনি প্রস্তুত। ৯ই জুলাই ২০১৮তে  ডেরিক ব্রাউন বাংলাদেশ মিশন প্রধান হিসেবে শপথ নেন। বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ইউএসএআইডি’র কার্যক্রম সম্পর্কে বলা হয়- ১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে সাত শ’  কোটি ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা প্রদান করে। ২০১৭ সালে সংস্থাটি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রায় একুশ  কোটি ডলার প্রদান করে।  
ইউএসএআইডি বাংলাদেশে যে সব কর্মসূচিতে সহায়তা প্রদান করে  সেগুলোর মধ্যে রয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সমপ্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষাসেবার উন্নয়ন ও অভিযোজন এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status