বিনোদন

২৫ বছর পর

স্টাফ রিপোর্টার

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৯:১১ পূর্বাহ্ন

জনপ্রিয় কৌতুকাভিনেতা কাজল দীর্ঘ ২৫ বছর পর দক্ষিণ কোরিয়ায় শো করতে যাচ্ছেন। আগামীকাল রাতের ফ্লাইটে তিনি কোরিয়ার উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে আগামী ২২শে জুলাই প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন কাজল নিজেই। দীর্ঘ ২৫ বছর পর এমন একটি শো-তে নিমন্ত্রণ পেয়ে আনন্দিত কাজল। তিনি বলেন, ১৯৯৩ সালে প্রথম এবং শেষবারের মতো দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলাম স্টেজ শোতে পারফর্ম করতে। দীর্ঘদিন পর আবার সেখানে যাচ্ছি। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যা হোক আশা করছি এবারের শো অনেক ভালো হবে। কারণ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে সেখানে এই অনুষ্ঠানটি করার চেষ্টা করছিলেন। অবশেষে তা হতে যাচ্ছে এবং আমারও ভালো লাগছে যে আমি সেখানে অংশ নিতে পারছি। কাজলের বাবা রাম গোপাল
মৌলিক ভালো তবলা বাজাতেন, মা মিনতি রানী মৌলিক ভালো গান গাইতেন। তাই স্বাভাবিকভাবেই সংস্কৃতির প্রতিই ঝোঁক ছিল কাজলের ছোটবেলা থেকে। কৌতুকাভিনয়ে কাজলের গুরু বা অনুপ্রেরণা প্রয়াত খান জয়নুল। তার সঙ্গে কোনোদিনই কাজলের দেখা না হলেও তাকেই তিনি গুরু মেনে তার অভিনীত সিনেমা দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করে করেই তিনি একজন জনপ্রিয় কৌতুকাভিনেতায় পরিণত হয়েছেন। কাজলের অভিনয়ের প্রথম অডিও ক্যাসেট ছিল ‘হে আবুল’। এরপর ‘পাগলীর প্রেমে কাজল’, ‘কাজলের বিয়ে’সহ প্রায় সত্তরটি ক্যাসেট প্রকাশ হয়েছে তার। এহতেশাম নির্দেশিত ‘চোখে চোখে’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। এরপর তিনি এহতেশামেরই ‘চাঁদনী রাতে’সহ ‘টাকার অহংকার’, ‘এক পলকে’, ‘সেই তুফান’সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় শো শেষে ২৪শে জুলাই দেশে ফিরবেন জনপ্রিয় এ কৌতুকাভিনেতা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status