বাংলারজমিন

সিলেটের টুকরো খবর

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

আম্বরখানায় সেলিমের গণসংযোগ
আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী বদরুজ্জামান সেলিম বলেছেন- অতীতে অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সুষ্ঠু পরিকল্পনার অভাবে নগরবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এবার নগরবাসী পরিবর্তন চাইছে। এই পরিবর্তন হবে উন্নয়নের পক্ষে। ৩০শে জুলাই নির্বাচনে উন্নয়ন ও পরিবর্তনের বৃহত্তর স্বার্থে বাস প্রতীককে বিজয়ী করুন। তিনি গতকাল সকাল থেকে দিনভর নগরীর আম্বরখানা, চন্দনটুলা ও এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ ও মতবিনিময় কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। এদিকে, বাস প্রতীকের সমর্থনে নগরীর শাহী ঈদগাহ, হাজারীবাগ, হুসনাবাদ, সৈয়দপুর হাউস থেকে টিভি গেট এলাকায় দিনভর পৃথক গণসংযোগ করেন বদরুজ্জামান সেলিমের সহধর্মিণী শামীম জামান হেনা। গণসংযোগকালে নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট মুরব্বি আলহাজ শোয়েব আহমদসহ ২৭টি ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কয়েস লোদীর নির্বাচনী গণসংযোগ
সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ৪নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় বিগত পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। ওয়ার্ডবাসীর সার্বিক সমর্থন ও সহযোগিতায় এসব উন্নয়ন সম্ভব হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষায় এবারের নির্বাচনে লাটিম মার্কায় ওয়ার্ডবাসীর সমর্থন প্রত্যাশা করছি। নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা মণিপুরী পাড়ার বিশিষ্টজন ও মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গতকাল সকালে মণিপুরী পাড়ায় এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন- বেনুভূষণ ব্যানার্জী, বজেন্দ্র সিংহ, কান্ত সিংহ, পরিমল সিংহ, বিধু ভুসন, আলমগীর হোসেন, প্রবাল সিংহ প্রমুখ।

সোহাদ রব চৌধুরীর গণসংযোগ
সিলেট নগরীর আম্বরখানা মজুমদারী এলাকায় গণসংযোগ করেছেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সোহাদ রব চৌধুরী। গতকাল সকালে ঠেলাগাড়ী প্রতীকে তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, ৪নং ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়নে পরিবর্তন এখন সময়ের দাবি। ৪নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়তে কাজ করতে চাই। এজন্য ওয়ার্ডবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করি। আগামী ৩০শে জুলাইয়ের নির্বাচনে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে ওয়ার্ডের উন্নয়নের সুযোগ প্রদানের জন্য তিনি আহ্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরুব্বি হাম্মাদ রব চৌধুরী, নেহাদ রব চৌধুরী, আব্দুর রহিম, জুয়েল আহমদ, মো. আব্দুল ওয়াদুদ, কাউসার আহমদ দিপু, জীবন আহমদ, শহীদুল ইসলাম, রাসেল আহমদ, সুলতান আহমদ, সাগর আহমদ, মূসা আহমদ, রিজু আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।

মদিনা মার্কেট এলাকায় টেবিল ঘড়ির সমর্থনে প্রচারণা
আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ির পক্ষে ছাতক দোয়ারা ফোরাম সিলেটের নেতৃবৃন্দের উদ্যোগে গতকাল বেলা ১১টায় মদিনা মার্কেট, পনিটুলা, পানতলা লতিফ মঞ্জিল পাঠানটুলা এলাকায় টেবিল ঘড়ি মার্কার সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে উবায়দুল হক শাহীনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারা উপজেলা সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুশ, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ আলম, অ্যাডভোকেট রেজাউল করীম তালুকদার, অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ডা. হারুনুর রশিদ, দেলোয়ার হোসেন, ছাত্রনেতা জুনায়েদ আল হাবীব, রেজাউল রহমান, মাওলানা মুজিবুর রহমান, কাজী মাওলনা মনসুর আহমদ, ইঞ্জিনিয়ার নোমান আহমেদ, নাজমুল হোসেন, শইনুল হোসেন চুনু, সুহাম্মদ শামছুদ্দিন, নুরুল ইসলাম পাকি, আব্দুল খয়ের, জহিরুল ইসলাম, আরাফত আহমদ রাহাত, জাকির হোসেন ও আবিদ প্রমুখ।

নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করলেন শিপলু
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কার সমর্থনে নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু। এ সময় হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডা. মোয়াজ্জেমের নির্বাচনী প্রচারণা
গতকাল সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সিলেট বন্দরবাজার নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খান। গণসংযোগকালে এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মো. নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক ইউসুফ মানসুর, সিলেট মহানগর সভাপতি শিহাব উদ্দিন, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সভাপতি মুফতি মো. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক ইছহাক আহমদ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সহ-প্রচার সম্পাদক মহসিন আহমদ, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, ইসলামী যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status