এক্সক্লুসিভ

চট্টগ্রামে ইয়াবাসহ তিন আনসার সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৮:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর মিয়াখান নগর এবং ঢাকা-চট্টগ্রাম সড়কের ভাটিয়ারি থেকে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ৫ হাজার ইয়াবা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে সোমবার দিনগত রাত ৯টায় মিয়াখান নগর থেকে ৯০ হাজার ইয়াবাসহ রাসেল (৩১) নামে একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। আর ১৫ হাজার ইয়াবাসহ সোমবার দিনগত রাত আড়াইটায় ভাটিয়ারি বাসস্ট্যান্ড থেকে আনসার ব্যাটালিয়নের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিন আনসার সদস্য হলো- মো. আজিজুর রহমান, মো. নুরুল ইসলাম ও মো. জসিম উদ্দিন। এরা পায়ের গোড়ালির সঙ্গে ইয়াবার প্যাকেট বেঁধে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা।
তিনি বলেন, গ্রেপ্তার আনসার ব্যাটালিয়নের তিনজনের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। কক্সবাজার থেকে এসে তারা ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। বাসে উঠার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারি বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান বলেন, তিনজন অঙ্গীভূত আনসার সদস্য। দুজন এখন আর আনসার হিসেবে চাকরি করেন না। একজন নগরীর কোতোয়ালি থানার সোনালী ব্যাংকের শাখায় দায়িত্ব পালন করেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এদিকে ৯০ হাজার ইয়াবাসহ নগরীর মিয়াখান নগর এলাকা থেকে মো. রাসেল (৩১)কে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়। রাসেল নগরীর বাকলিয়া থানার চাক্তাই নয়া মসজিদ এলাকার মৃত ফজল আহম্মেদের ছেলে। ইয়াবা মামলা জালিয়াতির দায়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, মো. রাসেল ও আহমেদ নূর (৫০) নামে দুজনকে ২০১৬ সালের ১৭ই আগস্ট নগরীর সদরঘাট থানার কদমতলি এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব। ওই মামলায় টানা ২০ মাস জেল খাটেন রাসেল।
সেখানে একটি জালিয়াত চক্রের সঙ্গে রাসেলের পরিচয় হয়। জামিন পাইয়ে দেয়ার জন্য ১৭ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয় রাসেল।
ওসি বলেন, ওই চক্র হাইকোর্টের ভুয়া জামিননামা নিম্ন আদালতে দাখিলের পর রাসেল ও আহমেদ নূর জামিন পান। বিষয়টি হাইকোর্টের নজরে আসার পর জামিন আদেশের নথি ও মামলার মূল নথি তলব করা হয়। তখন জালিয়াতির সত্যতা পেয়ে হাইকোর্ট চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতকে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তখন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status