বাংলারজমিন

টু ক রো খ ব র

১৮ জুলাই ২০১৮, বুধবার, ৮:৩১ পূর্বাহ্ন

ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: শরিফুল ইসলাম (৯) নামের এক নিখোঁজ ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে আকুতি জানিয়েছেন তার মা ফিরোজা বেগম। নিখোঁজের প্রায় ৯ মাস অতিবাহিত হলেও আজও খুঁজে পাওয়া যায়নি শরিফুলকে। সম্প্রতি ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা ফিরোজা বেগম। সাদুল্যাপুর উপজেলার বড় জামালপুর গ্রামের ফিরোজা বেগম ও সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার পাঙ্গাশীহাট গ্রামের সবুজ মিয়ার ছেলে শরিফুল ইসলাম। জীবিকার তাগিদে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল ফুড ভিলেজে বয় হিসেবে কাজ করত শরিফুল। গত ২১শে অক্টোবর প্রতিদিনের মতো ওই ফুড ভিলেজে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয় শরিফুল। দিন শেষে রাত ঘনিয়ে গেলেও শরিফুল আর বাড়িতে ফিরে আসেনি। পরে হাটিকুমরুল ফুড ভিলেজে খোঁজ নেয়া হলে অন্যান্য কর্মচারীরা বলেন, শরিফুল ইসলাম আজ কাজে আসেনি। এরপর থেকে বিভিন্ন আত্মীয়স্বজনসহ অন্যান্য স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনেরা। পরিতাপের বিষয় অদ্যাবধি তার সন্ধান মেলেনি। নিখোঁজের সময় শরিফুলের পরনে চেক শার্ট ও নীল-সাদা হাফ হাতা গেঞ্জি এবং জিন্সের প্যান্ট ছিল। গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল লম্বা, গালের বাম পাশে কাটা দাগ আছে। উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি, সে সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোনো হৃদয়বান ব্যক্তি শরিফুলে সন্ধান পেলে ০১৭৪৪৪০৩৭৬৩ নাম্বারে খোঁজ দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মা ফিরোজা বেগম। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
তাড়াশে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত সাথী খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। সোমবার উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম এলাকা থেকে তাড়াশ থানার এসআই নিয়ামুল হক ওই অপহৃতাকে উদ্ধার করেন। অপহৃতা বড় কর্ণঘোষ গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও মাঝ-দক্ষিণা কেআর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। পুলিশ জানায়, গত ১৮ই জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাকমাল গ্রামের আকতার হোসেনের ছেলে সিহাব উদ্দিন (২২) জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। পরে এ ঘটনায় অপহৃতের বাবা তিনজনকে আসামি করে তাড়াশ থানায় একটি অপহরণ মামলা করেন। পরে তাকে সোমবার অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ির বৈদ্যুতিক মটারের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত সুমন শেখ ইসলামপুর ইউনিয়নের বারোমল্লিকা গ্রামের মৃত আবুল কাশেম শেখের ছেলে। বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, সকালে পানির লাইনের মটারের সমস্যা দেখা দেয়ায় সুমন সেটি মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুমন দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। অল্প কিছুদিন আগে তিনি দেশে ফিরে এসে মৎস্য চাষ ও গাভী পালন শুরু করেন বলেও পরিবার থেকে জানানো হয়।
হরিণাকুণ্ডে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
ঝিনাইদহ (হরিণাকুণ্ডু) প্রতিনিধি: হরিণাকুণ্ডে মঙ্গলবার ভোরে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার হরিশপুর গ্রামে মহত আলীর ছেলে কামাল হোসেন (৩৫) ও পোলতাডাঙ্গা গ্রামে মৃত ইয়াসীন আলীর ছেলে আব্দার আলী (৫৫)। হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, ঝিনাইদহের বিজ্ঞ জুটিশিয়াল আদালত থেকে আসামি কামাল হোসেন এক বছরের ও আব্দার হোসেন ছয় মাসের সাজাপ্রাপ্ত। তাদের মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তারপূর্বক কোর্টহাজতে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নুপুর (২০) নামে এক যাত্রী প্রাণ হারিয়েছে। তার বাড়ি জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। এদের মধ্যে ১০ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী মিনিবাস বড় খোচাবাড়ি নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নুপুর নামে এক যাত্রী প্রাণ হারায়। স্থানীয় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
শায়েস্তাগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: মাহিন্দ্রা ট্রাক্টর কোম্পানি কর্ণফুলী লি: শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ শাখার ম্যানেজার সেলিম রেজা (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী জেলার কাঁটাখালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, সেলিম রেজা উক্ত কোম্পানির ম্যানেজার থাকাকালীন সুচিউড়া গ্রামের নজরুল ইসলাম মাহিন্দ্র ট্রাক্টর কিস্তিতে নেয়ার জন্য তার অফিসে গেলে কোম্পানির নিয়মানুযায়ী ডাউন পেমেন্টের জন্য, ৫টি খালি ব্যাংক চেক, ৬টি ১০০ টাকার স্ট্যাম্প, ছবি, জাতীয় পরিচয়পত্র লাগবে জানালে নজরুল ইসলাম পূবালী ব্যাংক লি: সুতাং বাজার শাখার ৫টি খালি ব্যাংক চেক নং ৫১৫৩১০৩, ৫১৫৩১০৪, ৫১৫৩১০৫, ৫১৫৩১০৬, ৫১৫৩১০৭ এবং ৬টি খালি ১০০ টাকার স্ট্যাম্প তাকে দেয়। সেলিম রেজা চাকরিচ্যুত হলে চেক ও স্ট্যাম্পগুলোর কথা অস্বীকার করে। চেকগুলো উদ্ধারের জন্য বিজ্ঞ এডিএম কোর্টে নজরুল মামলা দায়ের করেন।


চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আসামির পলায়ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেট থেকে ঢাকার পূবাইলে কিশোর সংশোধনাগারে নিয়ে যাবার পথে চলন্ত আন্তঃনগর পারাবত এক্সপ্রেস থেকে লাফ দিয়ে এক কিশোর অপরাধী পালিয়ে যায়। সোমবার বিকাল সাড়ে ৫টায় মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সোমবার বিকালে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে সিলেট শহরের শাহপরাণ এলাকার দুই কিশোর অপরাধী রাসেল মিয়া (১৫) ও রেজওয়ান আহমদ (১৫)কে ঢাকার পূবাইলে কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশি পাহারায় তাদের নিয়ে যাওয়ার সময় পারাবত ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমকালে রাসেল মিয়া ট্রেনের বগির টয়লেটে যেতে চাইলে তার হাতকড়া খুলে দেয় সঙ্গে থাকা পুলিশ সদস্য। ট্রেনের বগির টয়লেটের দরজা খোলা থাকার সুযোগে রাসেল চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধী কিশোর রাসেল পালিয়ে গেলেও সঙ্গের কিশোর অপরাধী রেজওয়ান এখন রেলওয়ে থানা হাজতে আছে। পলাতক রাসেলকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
পাকুন্দিয়ায় যুবলীগ নেতাসহ সাতজনের জামিন মঞ্জুর
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পাকুন্দিয়ায় পুলিশের দায়ের করা মামলায় পৌর যুবলীগের আহ্বায়ক মো. নাজমুল হক দেওয়ান ও যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়াসহ সাত নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার জেলা দায়রা জজ আদালতের বিচারক মাহ্‌বুব-উল-ইসলাম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। বিকালে জেলা কারাগার থেকে মুক্তি পান ওই নেতাকর্মীরা। জামিনপ্রাপ্তরা হলেন, পৌর যুবলীগের আহ্বায়ক মো. নাজমুল হক দেওয়ান, যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া, পৌর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাছুম মিয়া, উপজেলা যুবলীগ নেতা বিল্লাল হোসেন, মুন্না, পৌর যুবলীগ নেতা মোবারক হোসেন ও পলাশ ।
কমলগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিদায় সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেব নাথ ও অফিস সহকারী আজহার উদ্দীনের অবসরকালীন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কমলগঞ্জ এলজিইডি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। সহকারী প্রকৌশলী খালেদ হাসান খাদেম এর সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদায়ী উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, সহকারী প্রকৌশলী মামুন ভূঁইয়া, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান, আবদাল হোসেন, বিদায়ী অফিস সহকারী মো. আজহার উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা যুব লীগের সাবেক সম্পাদক ঠিকাদার মোশাহীদ আলী, কমলগঞ্জ প্রেস ক্লাব সম্পাদক মানবজমিন কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজু প্রমুখ। পরে অবসরকালীন বিদায়ী দুই কর্মকর্তাকে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিস, ইউপি চেয়ারম্যান ও ঠিকাদারদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রধান করা হয়।
কসবায় মতবিনিময় সভা
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কসবা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জাল-জালিয়াতি রোধে গতকাল মঙ্গলবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলিল লেখক মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করেছে কসবা সাব-রেজিস্ট্রার কার্যালয়। কসবা সাব-রেজিস্ট্রার নাজনীন জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা রেজিস্ট্রার শেখ মো. আনোয়ারুল হক। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন; ব্রাহ্মণবাড়িয়া জেলা নিকাহ্‌ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মো. ইয়াহিয়া, দলিল লেখক ও কসবা বিআরডিবি’র চেয়ারম্যান মো. শাহ্‌ আলম, দলিল লেখক মো. বোরহান  উদ্দিন, মো. ফরিদ মিয়া, রহিজ উদ্দিন, সিরাজ সরকার প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কসবা সাব- রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত দলিল লেখক, নকল নবিশ, কসবার ১০টি ইউনিয়নের ও পৌরসভার নিকাহ্‌ রেজিস্ট্রারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status