অনলাইন

মাদকে জড়িত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিআইজি

চট্টগ্রাম প্রতিনিধি

১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৪:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, এক জেলায় কোন পুলিশ কর্মকর্তাকে দুইবার পোস্টিং দেয়া হবে না। পুলিশের কিছু কর্মকর্তা কক্সবাজার ও চট্টগ্রামের মাদক প্রবণ এলাকাগুলোতে ঘুরেফিরে পোস্টিং পাচ্ছেন।
বিতর্কিত এসব কর্মকর্তার কারণে ইয়াবা পাচার বন্ধ না হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। মাদকে জড়িত অফিসারদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, কিছু ওসি-এসআই কেন কক্সবাজার ও চট্টগ্রামের মাদক প্রবণ এলাকাগুলোতে ঘুরেফিরে পোস্টিং নেন তা আমি সব বুঝি। আমার চাকরি জীবনে আমি এক অফিসারকে কখনো এক জায়গায় দুইবার পোস্টিং দিইনি। এক জেলায় একবার চাকরি করার পর সে যার মাধ্যমেই তদবির করুক, আমি তাকে একই জেলায় রাখিনি।
তিনি বলেন, যদি দেখি কোন পুলিশ অফিসার কক্সবাজারে বার বার বদলি হয়ে থাকছে। তবে আমরা সেখানে তাকে রাখব না। সেখানে নতুন করে অফিসার দেব।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, এসব অফিসারদের আপনারাও নজরে রাখুন। আপনারা ভালো গোয়েন্দা সংস্থার মতো কাজ করতে পারেন। প্রয়োজনে মাদকে যুক্ত পুলিশের ডোপ টেস্ট করবো। মাদক সংশ্লিষ্টতা পেলে তাকে চাকরি থেকে বাদ দিব- এটাই হচ্ছে আমার নীতিমালা।
সভায় চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন, অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status