খেলা

সেরা গোলের মনোনয়নে মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ১০:২৫ পূর্বাহ্ন

শেষ ষোলো রাউন্ডেই স্বপ্নযাত্রা থামে বিশ্বসেরা দুই ফুটবলার লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর। আর্জেন্টিনা-পর্তুগালের বিদায়ে রাশিয়া থেকে খালি হাতেই ফেরেন বিশ্ব কাঁপানো এ দুই স্ট্রাইকার। তবে ব্যক্তিগত নৈপুণ্য নিয়ে এক স্বীকৃতির সুযোগ তাদের সামনে। বিশ্বকাপ শেষে আসরের সেরা গোল নির্বাচনের জন্য তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তালিকায় জায়গা পেয়েছে মেসি-রোনালদোর গোলও। ফুটবল সমর্থকদের ভোটে নির্বাচিত হবে এবারের বিশ্বকাপের সেরা গোল। ফিফা ওয়েবসাইটে ভোট দেয়া যাবে আগামী ২৩শে জুলাই পর্যন্ত। রাশিয়ায় এবারের বিশ্বকাপে  ১৬৯ গোল উপভোগ করেছেন দর্শকরা। এর ১২টি ছিল আত্মঘাতী গোল। সর্বশেষ আত্মঘাতী গোলটি আসে ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনালে। ম্যাচের প্রথমটি ছিল ক্রোয়াট স্ট্রাইকার মারিও মানজুকিচের আত্মঘাতী গোল। আসরে ২২ গোল আসে পেনাল্টি থেকে।

সেরা গোলের মনোনয়ন
ডেনিস চেরিশেভ (১ম গোল) রাশিয়া-বনাম সৌদি আরব
আরতেম জিউবা  রাশিয়া-বনাম মিশর
ডেনিস চেরিশেভ রাশিয়া বনাম ক্রোয়েশিয়া
ক্রিস্টিয়ানো রোনালদো (৩য় গোল) পর্তুগাল বনাম স্পেন
নাচো ফারনানদেজ স্পেন বনাম পর্তুগাল
ফিলিপ্পে কুটিনহো ব্রাজিল বনাম সুইজারল্যান্ড
দ্রিস মার্টেনস বেলজিয়াম বনাম পানামা
হুয়ান কুয়েন্তেরো কলম্বিয়া বনাম জাপান
লুকা মদরিচ ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা
আহমেদ মুসা (২য় গোল) নাইজেরিয়া বনাম আইসল্যান্ড
লিওনেল মেসি আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া
টনি ক্রুস জার্মানি বনাম সুইডেন
জেসে লিনগার্ড ইংল্যান্ড বনাম পানামা
রিকার্ডো কারেসমা পর্তুগাল বনাম ইরান
আদনান ইয়ানুজাই বেলজিয়াম বনাম ইংল্যান্ড
অ্যাংগেল ডি মারিয়া আর্জেন্টিনা বনাম ফ্রান্স
বেঞ্জামিন পাভার ফ্রান্স বনাম আর্জেন্টিনা
নাসের চাদলি বেলজিয়াম বনাম জাপান
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status