দেশ বিদেশ

সিলেটে প্রচারণায় সরব মেয়র প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ১০:১১ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশন নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রচারণার ধুম পড়েছে। সকাল থেকে রাত অবধি প্রার্থী ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত রয়েছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তাদের প্রচারণাকে ঘিরে গতকাল থেকে পুরোপুরি নির্বাচনে আমেজ নেমে এসেছে সিলেটে। আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান গতকাল নগরীর বারুতখানা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়েছেন। আর বিএনপি’র মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী গণসংযোগ চালিয়েছেন সিলেটের আদালতপাড়ায়। নির্বাচনী প্রচারণাকালে মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন- কোনো কোনো প্রার্থী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু তারা এটা জানেন না যে, অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করা যাবে না। কোনোভাবেই ঠেকানো যাবে না নৌকার বিজয়। কে কী অপরাধে কারাগারে ছিলেন নগরবাসীর তা জানা আছে। তাই নিজের অপরাধের দায়ভার সরকারের ওপর চাপিয়ে কোনো লাভ নেই। সোমবার সকালে নগরীর বন্দরবাজার, লালবাজার গলির মুখ, বারুতখানা, জেলরোড, ধোপাদিঘীরপাড়, পৌর-বিপণী এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সকলের দোয়া ও নৌকা প্রতীকে ভোট চান। এলাবাসীও তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেনÑ সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি রশীদ আহমদ, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী এমএ মতিন, সাধারণ সম্পাদক রুহুল মালিক ছুটন, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান খোকন, আরিফ হাসান, গোল হাসান সাজন, এম. ইলিয়াছ দিনার, আবদুল কাইয়ুম মুগনী, শেখ মুখলেছুর রহমান, কামাল আহমদ, কয়েছ আহমদ, আবদুুর রহমান, হাফিজুর রহমান, নাঈম, সানি, সঞ্জয়, ফরিদ হাসান প্রমুখ। এদিকে- আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরাহ শপিংমলে গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন এবং ৩০ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। গণসংযোগকালে কামরানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটে আদালত এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত এবং বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে আদালত এলাকায় অসংখ্য আইনজীবী এবং বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী গণসংযোগ করেন। গণসংযোগের সময় আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনাদের ভালোবাসাই হৃদয়ে সাহসের সৃষ্টি করে। এবং এর মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে প্রেরণা লাভ করি। মানুষের ভালোবাসাই আমাকে বিজয়ের মুকুট পরাবে। অতীতে যেভাবে আপনারা আমার জন্য কাজ করেছেন এবারও সে পরিমাণ কাজ করবেন বলে আমার প্রত্যাশা।’ গণসংযোগের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী এডভোকেট নূরুল হক, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহ্হের চৌধুরী শামীম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আবদুুর রকীব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলার সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান শাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান, খাদিমপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহানারা বেগম, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোশাররফ রাশেদ প্রমুখ। এছাড়া গণসংযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলার নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সিলেট নগরীর মানুষের ভালোবাসায় টেবিল ঘড়ি বিজয়ের লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষের অকৃত্রিম ভালোবাসা ও দোয়া আমাদের পথচলাকে শানিত করছে। নগরীকে শান্তির নগরীতে পরিণত করতে সিলেটবাসী ঘড়ি মার্কার সমর্থনে ঐক্যবদ্ধ রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় টেবিল ঘড়ির বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ্। তিনি সোমবার দিনভর শেখঘাট বনকলাপাড়া, ঘাসিটুলা সহ নগরীর বিভিন্ন স্থানে পৃথক মতবিনিময় ও গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। এ সময় নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি মো. শাহজাহান আলী, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আলী হায়দার, শ্রমিক নেতা উবায়দুল হক শাহীন ও ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক প্রমুখ। মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী বদরুজ্জামান সেলিম বলেছেন- সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট নগরীকে শান্তির নগরীতে পরিণত করতে চাই। তিনি গতকাল সকাল থেকে দিনভর আম্বরখানা সহ নগরীর বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ ও মতবিনিময় কালে উপস্থিত জনতার উদ্দেশে উপরোক্ত কথা বলেন। তিনি নগরীর আদালত পাড়ায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা সহ সিলেটের শীর্ষ আইনজীবীদের সাথে গণসংযোগ করেন ও বাস প্রতীকের বিজয়ে সহযোগিতার আহ্বান জানান। এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব শোয়েব আহমদ সহ ২৭টি ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status