দেশ বিদেশ

বিএনপি নির্বাচনে যেতে চায়: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৯:৫৪ পূর্বাহ্ন

আলোচনার মাধ্যমে নির্বাচনকে অর্থবহ করার আহ্বান জানিয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে যেতে চায়। এ জন্য মানুষকে নিরাপদে ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে। আসুন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পথ বের করি, যে পথে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু সরকার সে পথে নেই। ভিন্নমত পোষণকারীদের উপড় নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। মাদক বিরোধী অভিযানের নামে সরকার প্রতিদিন মানুষ হত্যা করছে। সোমবার দুপুরে শহরের একটি কমিউিনিটি সেন্টারে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের দল ও দেশ পরিচালনাকে করছে এ নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। দেশের বাইরের কোনো শক্তি দেশ পরিচালনা করছেন বলেও অভিযোগ করেন তিনি। মির্জা আলমগীর বলেন, সরকারবিরোধী জাতীয় ঐক্য খুব শিগগিরই রূপ নিয়ে জাতীর সামনে হাজির হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে ফখরুল বলেন, অবিলম্বে গ্রেপ্তার হওয়া ছাত্র-শিক্ষকদের মুক্তি দাবি করেন। জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন-জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি শাহেদ কামাল চৌধুরী ডালিম প্রমুখ। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। মির্জা ফখরুল বলেন, এ সরকার দেশের গণতন্ত্রের সকল স্তম্ভ ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দেশের মানুষের উপর দমন-পীড়ন করছে বলে অভিযোগ করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status