দেশ বিদেশ

কোরবানির ঈদে মার্সেলের ৬৬ মডেলের ফ্রিজ

অর্থনৈতিক রিপোর্টার

১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৯:৫২ পূর্বাহ্ন

ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম কোরবানির ঈদকে সামনে রেখে এবার ৬৬ মডেলের ফ্রিজ প্রদর্শন ও বিক্রি করছে মার্সেল। এ সময়ে ১ লাখ ফ্রিজ বিক্রির পরিকল্পনার পাশাপাশি গত বছরের চেয়ে কমপক্ষে ৪০ শতাংশ বেশি টেলিভিশন, এয়ারকন্ডিশনার ও হোম অ্যাপ্লায়েন্সেস বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। মার্সেল বিপণন বিভাগের প্রধান ড. মো. সাখাওয়াৎ হোসেন জানান, দামে সাশ্রয়ী, মানে সেরা। অসংখ্য কালার ও ডিজাইন। হাতের কাছে সহজ বিক্রয়োত্তর সেবা। উচ্চ প্রযুক্তিতে দেশেই তৈরি। এসব কারণে গ্রাহকদের মন জয় করেছে মার্সেল। তাই এবার গত কোরবানির চেয়ে ৪০ শতাংশের বেশি পণ্য বিক্রির টার্গেট নেয়া হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে স্থানীয় বাজারে ৬৬ মডেলের ফ্রিজের মধ্যে রয়েছে ৫২ মডেলের ফ্রস্ট, ২ মডেলের নন-ফ্রস্ট ও ১২ মডেলের ডিপ ফ্রিজ। মার্সেলের ২১৭ লিটারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির নন-ফ্রস্ট ফ্রিজ বাজারে ভালো সাড়া ফেলেছে। বিশেষ ডিজাইনে তৈরি বড় ডিপযুক্ত ২১৩ ও ২২০ লিটারের ফ্রস্ট ফ্রিজও ভালো চলছে। এ ছাড়া নতুন এসেছে স্পেশাল টেম্পারড গ্লাস ডোরের রেফ্রিজারেটর ও ৩০০ লিটারের ডিপ ফ্রিজ। ফ্রিজের পাশাপাশি স্থানীয় বাজারে ১৯, ২০, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির সর্বমোট ৪৩ মডেলের এলইডি টেলিভিশন উৎপাদন ও বাজারজাত করছে মার্সেল। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিকমানের ৩২-ইঞ্চি স্মার্ট টিভি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status