বাংলারজমিন

৮ কোটি টাকা আত্মসাৎ

রমেকের ৫ ডাক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

জাভেদ ইকবাল, রংপুর থেকে

১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৯:৪৮ পূর্বাহ্ন

৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ ডাক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। রংপুর কোতোয়ালি থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে এ মামলাটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন। রংপুর দুদকের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, বিষয়টি ঢাকা থেকে তদন্ত করা হয়েছে। সেই তদন্তের আলোকেই ঢাকার সহকারী পরিচালক মর্যাদার এক কর্মকর্তা এ মামলাটি করেছেন। রংপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোক্তারুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মতে জানা যায়, ঔষুধসহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন খাতে ক্রয় দেখিয়ে সাড়ে ৮ কোটি টাকা আত্মসাৎ ও বিনা দরপত্রে সাড়ে ৯ কোটি টাকার কার্যাদেশ প্রদানের অভিযোগে এ দুর্নীতির মামলাটি করেছে দুদক। মামলার আসামিরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আ.স.ম বরকতুল্লাহ, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. শফিকুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক ডা. বিমল কুমার বর্মন, সাবেক উপ-পরিচালক ডা. পরিতোষ কুমার দাস গুপ্ত ও ডা. মো. জহিরুল হক। এ ছাড়া হাসপাতালের প্রধান মেডিসিন স্টোরের ইনচার্জ ফার্মাসিস্ট মো. আনিছুর রহমান, ফার্মাসিস্ট মো. মোকসেদুল হক, স্টুয়ার্ড মো. আজিজুল ইসলাম ও মো. আসাদুজ্জামানসহ ৪ ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে আসামি করা হয়েছে। তথ্যমতে, হাসপাতালের জন্য ঔষুধসহ বিভিন্ন খাতে ৮ কোটি ৬১ লাখ ১৭ হাজার ৭৩৯ টাকা আত্মসাৎ ও বিনা দরপত্রে ৯ কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৩৬ টাকার কার্যাদেশ প্রদানের অভিযোগে মামলা করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫-১৬ অর্থবছরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেরর এমআরএস মেডিসিন, সার্জিক্যাল, রি-এজেন্ট খাতে ইনজেকশন সেমি পাইন-১ ক্রয় দেখিয়ে ৫ কোটি ১০ লাখ ৪১ হাজার ৪০৬ টাকা ও পথ্য খাতে ৩ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৩৩২ কোটি টাকা আত্মসাৎ এবং বিনা দরপত্রে ৯ কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৩৬ টাকা কার্যাদেশ প্রদান করেছিল। সূত্র মতে, দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে উঠেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status