বাংলারজমিন

ওসমানীনগরে প্রবাসী মাসুক হত্যা রহস্য উদঘাটন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৯:৪৭ পূর্বাহ্ন

ওসমানীনগরের আলোচিত প্রবাসী শেখ মাসুক মিয়া (৪৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহতের তিন ভাই এ ঘটনায় জড়িত থাকায় বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জানা যায়, ১৩ই জুন দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গ্রামতলা-দাসপাড়া সড়কের পাশে ধানী জমি থেকে প্রবাসী শেখ মাসুক মিয়ার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। প্রবাসী মাসুক মিয়া ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ফতেপুর (গুপ্তপাড়া) গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র। এ ঘটনায় মাসুক মিয়ার ভাই শেখ মো. আলফু মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় অজ্ঞাত আসামি করে ১৪ই জুন একটি হত্যা মামলা করেন। মামলা নং ১৪। মামলার পর সিলেট জেলার পুলিশ সুপার মনিরুজ্জামানের নির্দেশে ওসমানীনগর থানা পুলিশ দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়ে উঠে। পরবর্তীতে প্রযুক্তিগত সহায়তা নিয়ে থানা পুলিশ মামলার বাদী শেখ মো. আলফু মিয়া (৩৫)সহ তার অপর দুই ভাই শেখ মো. পংকি মিয়া (৩৭) ও শেখ মো. তোতা মিয়া (৫০)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে থানা পুলিশ তিন ভাইকে গ্রেপ্তার করে। এ বিষয়ে গত রোববার গ্রেপ্তার তিন ভাই বিজ্ঞ আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত প্রবাসী মাসুক মিয়া দীর্ঘ প্রায় ১৬ বছর সৌদি আরবে ছিলেন। তিনি পরিবারের যাবতীয় খরচ বহন করতেন। প্রবাসে থাকা অবস্থায় তার টাকায় ভাইয়েরা ৭৯ শতাংশ জমি ক্রয় করেন। মাসুক মিয়া প্রায় দুই বছর পূর্বে দেশে এসে জানতে পারেন তার ভাইয়েরা তাকে না জানিয়ে ক্রয়কৃত জমিটি বিক্রি করে ফেলেছে। এতে মাসুক মিয়া রাগান্বিত হয়ে বিদেশে যাবে না বলে পাসপোর্ট ছিঁড়ে ফেলেন এবং পরিবারের খরচের টাকা দেয়া বন্ধ করে দেন। পরবর্তীতে মাসুক মিয়া জায়গা বিক্রির বিষয়ে ভাইদের বিরুদ্ধে দেওয়ানী আদালতে মামলা করেন। মামলা ও পরিবারের খরচ বহন না করায় মাসুক মিয়ার ভাইয়েরা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে এবং পরবর্তীতে পরিকল্পনা মাফিক তারা মাসুক মিয়াকে হত্যা করে। এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন, সিলেটের পুলিশ সুপারের সঠিক নির্দেশনায় ও নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা ঘটনার মূল রহস্য উদঘাটনে সক্ষম হয়েছি। গ্রেপ্তাররা জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ধারা জবানবন্দি প্রদান করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status