অনলাইন

কোটা আন্দোলনের ন্যায্য দাবিকে পূর্ণ সমর্থন করে বিএনপি: ফখরুল

স্টাফ রিপোর্টার

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:০৮ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনকারীদের ন্যায্য দাবির প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর ও রুহিয়া উপজেলা বিএনপির যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমর্থনের কথা জানান। মির্জা আলমগীর বলেন, ছাত্রদের দাবি ছিল পদ্ধতির সংস্কার, সেখানে প্রধানমন্ত্রী আগ বাড়িয়ে ঘোষণা দিলেন চাকরির ক্ষেত্রে কোনও কোটাই থাকবে না। এখন তিনি নিজের সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে আন্দোলনকারীদের নিষ্ঠুরভাবে দমন করছেন। যা সম্পূর্ণভাবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকার ফল। এই আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছেন অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে শিক্ষক-ছাত্রদের ওপর যারা আক্রমণ করেছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানাচ্ছি। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের মনে হয়, বাংলাদেশের বাইরের কোনো শক্তি দেশ চালাচ্ছে। ১৯৭১ সালে কিংবা ৮০র দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমরা যে আওয়ামী লীগকে দেখেছি এখন আর সেই আওয়ামী লীগ নেই। আজ তারা দেশে সবচেয়ে বড় নির্যাতনকারী হয়ে দাঁড়িয়েছে। তারা দমন করছে ভিন্নমতকে। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চান তারা। তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাইকোর্টে জামিন পেয়েছেন। সেটাকে বিলম্বিত করার পরেও তিনি সুপ্রিমকোর্ট থেকেও জামিন পেয়েছেন। কিন্তু সেই জামিনেও তাকে মুক্ত হতে দিচ্ছে না এই সরকার। কারণ একটাই, সেটা হচ্ছে এই সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে ও আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দিতে চায়।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে যৌথ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ স্থানীয় অন্যান্য নেতারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status