বিশ্বজমিন

পুতিনের ‘টাইম গেম’

মানবজমিন ডেস্ক

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:০২ পূর্বাহ্ন

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্ধারিত বৈঠকে বেশ দেরি করে হাজির হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তার এই দেরি করার প্রবণতা নতুন না। বিশ্ব নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বেশিরভাগ বৈঠকেই বিলম্বে উপস্থিত হন তিনি। ফলে বৈঠকে অন্য পক্ষকে সব সময়ই পুতিনের জন্য অপেক্ষা করতে হয়। অনেকে মনে করেন, বৈঠকে দেরি করে উপস্থিত হওয়া পুতিনের একটি কৌশল। তিনি এর মাধ্যমে অন্য পক্ষের ওপর প্রভাব বিস্তার করতে চান। নিজেকে মানসিকভাবে এগিয়ে রাখতে চান পুতিন।
এর আগে ২০১৬ সালে পুতিনের সঙ্গে বৈঠক করার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’কে টানা দুই ঘন্টা অপেক্ষা করতে হয়। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসকেও এক ঘন্টারও বেশি সময় অপেক্ষায় বসিয়ে রাখেন পুতিন। একই বছরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাসেঙ্কো পুতিনের সঙ্গে বৈঠকের অপেক্ষায় থেকে উত্তেজিত হয়ে পড়েন। পুতিনের জন্য সবচেয়ে বেশি সময় অপেক্ষা করার রেকর্ড সম্ভবত জার্মান প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মার্কেলের। ২০১৪ সালে ক্রিমিয়া সঙ্কটের সময় মার্কেলকে টানা চার ঘন্টা অপেক্ষা করান পুতিন। কিন্তু পুতিন কেন অন্য পক্ষকে দেরি করাতে পছন্দ করেন সে বিষয়ে কোন নির্ভেজাল ব্যাখ্যা পাওয়া যায় না।
তবে সোমবার হেলসিঙ্কিতে ট্রাম্প ও পুতিন দু’জনই দেরি করে হাজির হন। এক্ষেত্রে পুতিন ট্রাম্পের আগে প্রেসিডেন্ট প্যালেসে প্রবেশ করেন। প্রায় ১ ঘন্টা বিলম্বে উভয় নেতার মধ্যে বৈঠক শুরু হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status