অনলাইন

জাসদ-জাপাকে মনোনয়ন দিলে ‘রক্তের বন্যা’ বইয়ে দেয়ার ঘোষণা

জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৮:২৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মহাজোটের শরীক দল থেকে কাউকে মনোনয়ন দেয়া হলে ‘রক্তের বন্যা’ বইয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন এ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। আগামী নির্বাচনের জন্যে নিজেকে দলের একক প্রার্থী ঘোষণা করে মহাজোট প্রার্থীদের প্রতিহত করার ঘোষণা দেন তিনি। সংসদ সদস্য বাদল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নবীনগর সফর প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন। আজ নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের এক সভায় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এ ঘোষণা দেন। তার এমন বক্তব্য আলোচনার ঝড় তুলেছে স্থানীয় রাজনীতিতে। বাড়িয়ে দিয়েছে উত্তেজনাও। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আগামী ২৬শে জুলাই নবীনগর আসবেন। তিনি স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাসদ আয়োজিত এক জনসভায় বক্তৃতা করবেন। এছাড়া খাড়ঘর গনকবর ও নবীনগর থানার মালখানায় সংরক্ষিত ’৭১ এর বধ্যভূমি থেকে উদ্ধারকৃত শহীদের কঙ্কাল পরিদর্শন করবেন। জাসদ নেতার এই জনসভার কর্মসূচি ঘোষণার পর রাজনীতির নানা খেলায় উত্তাপ ছড়িয়ে পড়ে নবীনগরে। মন্ত্রীর সফর চূড়ান্ত এবং জনসভা আয়োজনের পূর্বানুমতি নেয়ার পর হেফাজত ইসলাম একইস্থানে একই সময়ে কর্মসূচি দেয়। এরপর গতকাল স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাদল দলের বিশেষ সভা ডেকে ইনুর আগমন প্রতিহতের ঘোষণা দিলেন। উপজেলা আওয়ামী লীগ সুত্র জানায়, গতকালের এই সভা মূলত আহবান করা হয় তথ্যমন্ত্রী ইনুর নবীনগর সফরকে কেন্দ্র করে। উপজেলা মিলনায়তনে এ সভায় যোগ দিয়েছেন এমন একাধিক নেতা জানান- সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল তার বক্তব্যে মন্ত্রী ইনুর জনসভা হতে দেয়া হবেনা জানিয়ে দলের সর্বস্থরের নেতাকর্মীদেও যেকোন উপায়ে তা রোধ করার আহবান জানান। তিনি জাসদ বা জাতীয় পার্টিকে এখানে মহাজোট প্রার্থী হওয়ার সুযোগ দেয়া হবেনা জানিয়ে বলেন এখানে মহাজোটের কাউকে প্রার্থী করা হলে ‘রক্তের বন্যা’ বইয়ে দেয়া হবে। তিনি নিজেকে আওয়ামী লীগের প্রার্থী বলে ঘোষণা করেন। এই সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট সুজিত কুমার দেব, শিব শংকর দাশ, ইয়াবের হোসেন জামিল, মোস্তফা জালাল, পৌর আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন নসু, শাহীন সরকার প্রমুখ। সভায় প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যানরা যোগ দেন। এই বক্তারাও মন্ত্রীর সফর প্রতিহতে বিভিন্ন কর্মসূচীর প্রস্তাব করেন।
প্রসঙ্গত, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে দেশের বিশিষ্ট আয়কর আইনজীবি কেন্দ্রিয় জাসদ নেতা শাহ জিকরুল আহমেদ খোকন মহাজোটের মনোনয়ন পান এ আসনে। তিনি ৪ বার নির্বাচিত বিএনপি দলীয় কাজী মো. আনোয়ার হোসেনকে পরাজিত করেন। এরপর ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনেও মহাজোটের মনোনয়ন দেয়া হয় শাহ্ জিকরুল আহমেদ খোকনকে। তিনি মনোনয়ন প্রত্যাহার করে স্বতস্ত্র¿ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে ছেড়ে দেন। শক্তিশালী কোন প্রার্থী না থাকায় ও ভোটারবিহীন নির্বাচনে ব্যবসায়ী বাদল জয়ী হয়ে যান সহজেই। জিকরুল এমপি থাকাকালীন স্থানীয় আওয়ামী লীগের বিভক্তিতে ফয়জুর রহমান বাদল তখন জাসদ নেতা জিকরুলের সঙ্গে ছিলেন। জিকরুল তখনই বলেছিলেন পরের নির্বাচনে তিনি বাদলকে ছাড় দেবেন। বাদল এমপি হওয়ার পর নানা কারনে জিকরুল ও বাদলের সম্পর্কে ফাটল ধরে। জিকরুল তার আবেগি ভুলের জন্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হন। এই অবস্থায় আগামী নির্বাচনে মহাজোটের মনোনয়নের অন্যতম দাবিদার হিসেবে মাঠে সক্রিয় হন জিকরুল। তিনি ছাড়াও মহাজোটের মনোনয়ন পেতে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ মাঠে কাজ করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status