অনলাইন

মন্ত্রিসভায় মানসিক স্বাস্থ্য আইন অনুমোদন

বিশেষ প্রতিনিধি

১৬ জুলাই ২০১৮, সোমবার, ২:৫৬ পূর্বাহ্ন

মানসিক স্বাস্থ্য আইন ২০১৮ ও জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইন অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোন পেশাজীবী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা সনদ দিলে সর্বোচ্চ ৩ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদন্ড অথবা উভয়দন্ড হবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অভিভাবকরা যদি সম্পত্তি ভাগাভাগিতে কারচুপি ও চিকিৎসায় অবহেলা করলে শাস্তি ৫ লাখ টাকা জরিমানা বা ৩ বছরের জেম অথবা উভয়দন্ড। মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোন পেশাজীবী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা সনদ দিলে সর্বোচ্চ ৩ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদন্ড অথবা উভয়দন্ড। এ ধরনের অপরাধের বিচারে প্রতিটি জেলায় একটি করে মানসিক স্বাস্থ্য আদালত প্রতিষ্ঠা করবে সরকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status