অনলাইন

ঢাবিতে হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি

১৬ জুলাই ২০১৮, সোমবার, ১:৩৭ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সোমবার বেলা ১১টায় বিভাগের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, গণতান্ত্রিক একটি দেশে যেকোনও দাবি নিয়ে শিক্ষার্থীরা মাঠে নামতে পারে। তাহলে তাদের ওপর কেন হামলা করা হবে? সংবিধানে যে বাক্ স্বাধীনতার কথা বলা হয়েছে তা ইতিমধ্যে লুণ্ঠিত হয়েছে। হামলার প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে আবারও হামলার শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। যারা শিক্ষকদের ওপর হামলা করে, সরকারের উচিৎ তাদের মুখোশ উন্মোচন করা।
    
বক্তরা আরও বলেন, একজন শিক্ষকের ওপর যখন হামলা হয় তখন আমাদের বুঝে নিতে হবে সেই জাতির মেরুদন্ড ভেঙে গেছে। ছাত্রলীগের নাম করে কতিপয় সন্ত্রাসীরা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। তারা এ হামলা চালানো মাধ্যমে দেশের গণতন্ত্রকে বিনষ্ট করছে। শহীদ মিনারের মতো জায়গায় দাঁড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীরা যখন মানববন্ধন করে, সেখানে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। এ থেকে বোঝা যায়, ছাত্রলীগের যে চেতানার জায়গা ছিল তা এখন হারিয়ে গেছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুসাইন মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status