শেষের পাতা

রাসিক নির্বাচন

ভোট পাহারা দেবে বিএনপি জনগণের কাজ করতে চান লিটন

আসলাম-উদ-দৌলা, রাজশাহী থেকে

১৬ জুলাই ২০১৮, সোমবার, ১০:১২ পূর্বাহ্ন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বাড়ছে অভিযোগ-পাল্টা অভিযোগের পসরা। ক’দিন আগেও শুধুমাত্র বিএনপির প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বিভিন্ন অভিযোগ নিয়ে গণমাধ্যম ও ভোটারদের দোরগোড়ায় যেতেন। এখন নির্বাচন অফিসকেন্দ্রিক অভিযোগ দায়েরের ক্ষেত্রে দু’পক্ষই তৎপর। অদ্যাবধি আওয়ামী লীগ প্রার্থী ১২টি ও বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট ১৬টি অভিযোগ করেছে রিটার্নিং কর্মকর্তা বরাবরে। সঙ্গে আছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার নানা কৌশল। বিএনপি প্রার্থী তার প্রচারণায় দীর্ঘসময় মামলা, হামলার শিকার হয়ে তার মেয়াদের অর্ধেক সময় ধরে যে দায়িত্ব পালন করতে পারেননি তা ঢালাওভাবে তুলে ধরছেন। এবার মাইকিংয়ে শুধু ভোট চাওয়া হচ্ছে না, তুলে ধরা হচ্ছে কেন নগরবাসী তাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সুষ্ঠু ভোট হওয়ার স্বার্থে নেতাকর্মীরা প্রতিটি কেন্দ্র কঠোরভাবে পাহারা দেবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। অন্যদিকে নগরকেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোট চাইছে আওয়ামী লীগ। জনগণকে আশ্বস্ত করছেন নির্বাচিত হলে, প্রতিশ্রুত উন্নয়ন বুঝিয়ে দেবেন।

গতকাল রোববার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। এতে গত দুইদিনে ৪টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে অবিযোগ তোলা হচ্ছে। শনিবার রাতে নগরীর ২১, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যানার ও ফেস্টুন ছেঁড়া এবং কাটার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার বলেন, ‘নির্বাচনের পরিবেশকে ঘোলা করতে যারা উঠে পড়ে লেগেছে তাদের ফাঁদে পা দিয়ে নিজেদের উত্তেজিত করা যাবে না। আমাদের সজাগ  থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ করতে হবে।’ পরে বোয়ালিয়া মডেল থানার পুলিশ সেখানে পৌঁছে নির্বাচন কমিশনকে বিষয়টি জানাতে বলেন।

বিএনপির অভিযোগে বলা হয়েছে, শনিবার ২৩নং ওয়ার্ডে আমানা টাওয়ারের পাশে বোষপাড়া পুরাতন পুলিশ ফাঁড়ির মাঠ সংলগ্ন ধানের শীষের নির্বাচনী কার্যালয়ের লাইট, ত্রিপাল, বাঁশ ও ৩টি চেয়ার ভাঙচুর করে এবং ওয়ার্ডে যুবদলের সভাপতি নান্নুর বাসায় গিয়ে হুমকি প্রদর্শন করে নৌকা প্রার্থীর কর্মী সমর্থকরা। ওইদিন রাত ১১টায় হাদীর মোড় খাদেমুল ইসলাম মসজিদের সামনে বিএনপির নির্বাচনী কার্যালয় আওয়ামী লীগের লোকজন ধানের শীষের সমর্থকদের হুমকি দেয়, সেই সঙ্গে কার্যালয়ের চেয়ার লাথি মেরে ভাঙচুর করে। রোববার দিবাগত রাত ২টায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ মোটরসাইকেল নিয়ে এসে নগরীর ২৫নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। এ ছাড়া ১১, ১২ ও ১৩নং ওয়ার্ড বিভিন্ন এলাকায় ধানের প্রতীকের পক্ষে প্রচারণার সময়  মহিলা কর্মীদের ভিডিও ও লাঞ্ছিত করা হচ্ছে।
গতকাল সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং বিকাল থেকে রাত অবধি ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপি মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় তিনি বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে তাঁর পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলছে এবং নির্বাচনী অফিস ভাঙচুর করছে। সেইসঙ্গে নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অযাচিতভাবে গ্রেপ্তার করছে। নেতাকর্মীদের বাধা প্রদান ও নারী কর্মীদের অসম্মানজনক কথা বলেছে এবং অপমান করছে। এনিয়ে বার বার নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েও কোনো লাভ হচ্ছে না। সরকারদলীয় মেয়র প্রার্থী নির্বাচনী হলফনামায় যে তথ্য প্রদান করেছে তা অতিক্রম করছে। প্রতিদিন লাখ লাখ কালো টাকা ছড়াচ্ছেন। তিনি বিএনপি সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছেন। সিটি করপোরেশন এলাকার জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছেন। উন্নয়ন কার্যক্রমে হস্তক্ষেপ করে জনগণকে ভোগান্তিতে ফেলেছেন। তার সময়ে রাজশাহীর কোনো উন্নয়ন হয়নি। লিটন চাকরি দেয়ার নাম করে নগরীর যুব সমাজের সঙ্গে প্রতারণা করেছেন।’

তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুষ্ঠু ভোট হওয়ার স্বার্থে নেতাকর্মীরা প্রতিটি কেন্দ্র কঠোরভাবে পাহারা দেবেন। সেইসঙ্গে ভোটের ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র হতে বের হবেন না পোলিং এজেন্টরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আগামীতে রাজশাহী থেকে বেগম জিয়ার মুক্তি ও হাসিনা সরকারের পতনের আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে রাজশাহীর উন্নয়নের স্বার্থে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত, মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় নগরীর উন্নয়নের স্বার্থে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে ভোট চান খায়রুজ্জামান লিটন।

বিএনপির অভিযোগের বিষয়ে খায়রুজ্জামান লিটন বলেন, ‘নির্বাচনে পরাজয় অনুমান করতে পেরে বিএনপি মিথ্যাচার করছে। কেন্দ্রীয়ভাবে হয়তো তাদের শিখিয়ে দেয়া হয়েছে, প্রতিদিন একটার পর একটা কমপ্লেন দেয়ার জন্য। তারা যে অভিযোগগুলো তুলেছে একটিও সঠিক নয়। বরং আমার অনেক পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, বিলবোর্ড কেটে ফেলা হয়েছে। এ ব্যাপারে ইসিতে অভিযোগ দিয়েছি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status