বাংলারজমিন

‘দরিদ্রতা জয়ের জন্য মানসিকতার পরিবর্তন দরকার’

চট্টগ্রাম প্রতিনিধি

১৬ জুলাই ২০১৮, সোমবার, ১০:০২ পূর্বাহ্ন

দরিদ্রতা দূরীকরণে সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প, গুচ্ছগ্রাম প্রকল্প, লেখাপড়া ও চাকরির ক্ষেত্রে গরিব মেধাবী কোটা সৃষ্টিসহ নানামুখী সুযোগ-সুবিধা রয়েছে। গত ১০ বছরের মধ্যে বাংলাদেশে দারিদ্র্যের হার ৪২ শতাংশ থেকে নেমে ২২ শতাংশে এসে পৌঁছেছে। কিন্তু সরকার প্রদত্ত এই সব সুযোগ-সুবিধা কাজে লাগানোর দায়িত্ব দরিদ্র জনগোষ্ঠীর। অর্থনৈতিক ভাবে দরিদ্র হলেও জনগোষ্ঠীকে মানসিকভাবে উন্নত মনের অধিকারী হতে হবে। উন্নত দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে সামনের পথে এগিয়ে নিয়ে যাবার সংগ্রাম চালিয়ে যেতে হবে। সরকার আমাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে দরিদ্রতা জয় করার জন্য অদম্য মানসিকতার দৃশ্যমান পরিবর্তনেই দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। রোববার দুপুরে ব্র্যাক ‘আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে চট্টগ্রাম সিটি করপোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ‘ডায়লগ অন এলোকেশন ফর লো ইনকাম কমিউনিটিস ইনপ্রুভমেন্ট’ শীর্ষক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন একথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো. সলিম উল্লাহ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ ও চসিক সচিব মো. আবুল হোসেন, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি একেএম রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
, নগর এবং আঞ্চলিক পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম, ব্র্যাক ইউডিপি’র ম্যানেজার মো. সাঈদ ইকবাল, চসিক এনজিও প্রতিনিধি জেসমিন সুলতানা পারু

 ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী মো. শামীম আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর এবং আঞ্চলিক পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম ‘ডায়লগ অন এলোকেশন ফর লো ইনকাম কমিউনিটিস ইনপ্রুভমেন্ট’ বিষয়ে তথ্য নির্ভর দিকনির্দেশনা এবং মতামত প্রদান করেন। এছাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও)-এর কমিটির নেতৃবৃন্দ তাদের সমস্যার কথা তুলে ধরেন। সভায় আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালুকৃত ১০ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলররা বক্তব্য রাখেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status