বাংলারজমিন

বকশীগঞ্জ আওয়ামী লীগের সভায় প্রার্থী পরিবর্তনের দাবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:৫৯ পূর্বাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের জরুরি আলোচনা সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপির পরিবর্তে নতুন মুখের দাবি করেছেন তৃণমূলের নেতারা। গতকাল দুপুরে বকশীগঞ্জ মালিবাগস্থ মোড়ে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে উপজেলার ৭টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ছাড়াও ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বিগত ৮ বছর যাবৎ উপজেলা আওয়ামী লীগের সঙ্গে বর্তমান এমপি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সম্পর্ক নেই। আবুল কালাম আজাদের কারণে বিগত উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়।
বর্তমান এমপি আবুল কালাম আজাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় দাবি করে নেতারা আরো বলেন, আওয়ামী লীগের এ আসন ধরে রাখতে হলে প্রার্থী পরিবর্তনের কোনো বিকল্প নেই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, সহসভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সেলিম রেজা, অধ্যাপক আফসার আলী, ছাত্রলীগ সভাপতি জুমান তালুকদার, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকীসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

প্রসঙ্গত, জাতীয় সংসদের ১৩৮, জামালপুর-১ আসনের বর্তমান এমপি আবুল কালাম আজাদ। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ নিয়ে জামালপুর-১ আসন গঠিত। দুটি উপজেলাতেই বর্তমান এমপি আবুল কালাম আজাদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সম্পর্ক এখন সাপেনেউলে। এ অবস্থায় দুটি উপজেলাতেই এমপি আবুল কালাম আজাদের পরিবর্তে নতুন মুখ চাইছে দুই উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status