দেশ বিদেশ

হামলাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা জানতে ঢাবি-রাবির ভিসিকে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার

১৫ জুলাই ২০১৮, রবিবার, ৯:৫১ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও  রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ঢাবির  আহত ৪ জন ও রাবির আহত এক শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী গতকাল রেজিস্ট্রি ডাকযোগে বিশ্ববিদ্যালয় দুটির ভিসি, প্রক্টর ও  রেজিস্ট্রার বরাবর এ নোটিশ পাঠান। ঢাবির ৪ শিক্ষার্থী হলেন-মো. ফারুক হাসান, মো. মশিউর রহমান, জসিম উদ্দিন ও রাশেদ এবং রাবির শিক্ষার্থী হলেন তরিকুল। নোটিশে বলা হয়েছে, গত ৩০শে জুন ও ১লা জুলাই শিক্ষার্থীর উপর ওই হামলার ঘটনায় কি ব্যবস্থা নেয়া হয়েছে তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশ প্রদানকারীরা সচেতন নাগরিক হিসেবে চলমান  কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন। তারা বিগত কয়েক মাসের শান্তিপূর্ণ  কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকের সমর্থন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আন্দোলনকে একটি বৈধ আন্দোলন হিসেবে উল্লেখ করায় তারা আরো  উৎসাহিত হয়।

নোটিশ প্রদানকারীদের অন্যতম আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া বলেন,  আন্দোলনের এক পর্যায়ে দুটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু হামলাকারীদের ব্যাপারে অবগত থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো  ব্যবস্থা গ্রহণ করেনি, যা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত এবং বিশ্ববিদ্যালয়ের ও দেশের প্রচলিত আইনের পরিপন্থি। নোটিশকারীদের অন্যতম আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা বলেন, আমাদের শিক্ষার্থীদের অভিভাবক হচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছেন। তাই হামলাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়ে আমরা আইনি নোটিশ পাঠিয়েছি। যদি যথাযথ জবাব না পাই তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status