দেশ বিদেশ

জাবিতে কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

জাবি প্রতিনিধি

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:৪৮ পূর্বাহ্ন

কোটা সংস্কার করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। গতকাল ইতিহাস বিভাগের ৪২তম ব্যাচ (মাস্টার্স) ও ৪৭তম ব্যাচের (১ম বর্ষ) পূর্ব নির্ধারিত ক্লাস ও টিউটোরিয়াল পরীক্ষা ছিল। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা তাদের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। ‘আর কত প্রহসন, প্রকাশ কর প্রজ্ঞাপন, হাতুড়ি মুক্ত ক্যাম্পাস চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত পোস্টার দেয়ালে লাগিয়ে ক্লাস রুমগুলো বন্ধ করে দেন। একইসঙ্গে অনির্দিষ্টকাল তাদের এই ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।
ইতিহাস বিভাগের একজন শিক্ষার্থী জানান, অতিদ্রুত কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, আন্দোলনকারীদের উপর হামলার বিচার, গ্রেপ্তারদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের এই কর্মসূচি চলবে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status