বাংলারজমিন

যৌতুকের জন্য আছিয়ার শরীরে গরম পানি ঢেলে দিলো স্বামী

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:৩৮ পূর্বাহ্ন

যৌতুকের দাবিতে এক গৃহবধূর শরীরে গরম পানি ঢেলে নির্যাতন করেছে স্বামীসহ পরিবারের সদস্যরা। পিটিয়ে ওই গৃহবধূর বাম হাত ভেঙে ফেলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কাঁতরাচ্ছেন আছিয়া বেগম নামের ওই গৃহবধূ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড় উধা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, প্রায় ১২ বছর আগে বিয়ে হয় দরিদ্র পরিবারের কন্যা আছিয়া বেগমের। তার স্বামী ছাদ উদ্দিন স্থানীয় একটি মসজিদের ইমাম। বিয়ের পর থেকে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। এসব বৈঠকে ছাদ উদ্দিন ও তার ভাই জয়নাল আহমদ আর নির্যাতন করবে না বলে স্ট্যাম্পে লিখিত অঙ্গিকারনামা দিয়েছে। এরপরও তাদের নির্যাতন থেমে থাকেনি। মঙ্গলবার দুপুরে যৌতুকের দাবিতে ফের আছিয়া বেগমের ওপর চড়াও হন স্বামী ছাদ উদ্দিন, ভাসুর জয়নাল ও জা রাজিয়া বেগম। এ সময় গরম পানি এনে ছুড়ে মারলে আছিয়ার পিঠের অনেকাংশ ঝলসে যায়। স্বামীর রুলের আঘাতে তার বাম হাত ভেঙে যায়। নির্যাতিত আছিয়া বেগম জানান, স্বামী, ভাসুর এবং জা মিলে পিটিয়ে তার বাম হাত ভেঙে দিয়েছে। এছাড়াও উত্তপ্ত গরম পানি ছুড়ে তার পিঠ এবং বুকের প্রায় ৩০ শতাংশ ঝলসে দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, ভাসুর কর্তৃক ইমামের স্ত্রীকে নির্যাতনের খবর পেয়েছি। বিয়ানীবাজার থানার এসআই শাহ আলম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status