বাংলারজমিন

সাঁথিয়ায় ৪ দিনে শিশুসহ ৫ জনের মৃত্যু

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:৩৬ পূর্বাহ্ন

পাবনা সাঁথিয়ায় পৃথক পৃথক গ্রামে ৪ দিনের ব্যবধানে ৫ জনের মৃত্যু হয়েছে। ৩ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ১ শিশুসহ ২ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। জানা যায়, ১৫ই জুলাই রোববার দুপুরে সাঁথিয়া উপজেলার চর পাড়া গ্রামের কেটু সরকারের ছেলে সিটু (৪) সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে গেলে পানিতে ডুবে সে মারা যায়। এলাকাবাসী পুকুর থেকে সিটুর ভাসমান মৃত দেহ উদ্ধার করে। ১২ই জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা নন্দনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের দিনমজুর আলাউদ্দিনের আড়াই বছরের যমজ পুত্রসন্তান আহাদ ও সামাদ বাড়ির পাশে ডোবাই ডুবে মারা যায়। ১১ই জুলাই বুধবার একই ইউনিয়নের একই গ্রামের জহুরুলের ছেলে জিসান (১০) বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য পাবনা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জিসান আতাইকুলা কলেজিয়েট কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণীর ছাত্র। একই দিনে বিদ্যুৎ লাইন সংস্কারের সময় বিপুল (৩০) নামে লাইনম্যানের  করুণ মৃত্য হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার করমজা ইউনিয়নের পুণ্ডুরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লাইনম্যানের কাজ করতো। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার খাসআমিনপুর গ্রামে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status