বাংলারজমিন

সিলেটের টুকরো খবর

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:৩০ পূর্বাহ্ন

বদরুজ্জামান সেলিমের মতবিনিময়
আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী বদরুজ্জামান সেলিম বলেছেন, আমার কোনো লাঠিয়াল বাহিনী নেই। আধিপত্য ও পেশীশক্তি দিয়ে নয়, মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে সম্প্রীতির সিলেট নগরী গড়তে চাই। আমার বাস মার্কা প্রতীক হচ্ছে সিলেটের সম্প্রীতির প্রতীক। উন্নয়নের পাশাপাশি সিলেটের রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি গতকাল সকাল থেকে দিনভর নগরীর বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ ও মতবিনিময় কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। রোববার সিলেট নাগরিক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বন্দরবাজার মধুবন মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করে করিমউল্লাহ মার্কেট, রংমহল টাওয়ার, সুরমা মার্কেট হয়ে তালতলার বিভিন্ন পয়েন্ট ঘুরে পুনরায় কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আবু জাফরের গণসংযোগ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের মই মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন। রোববার সকাল ১১টা থেকে নগরীর মহাজনপট্টি, লালদীঘির পাড়, কালিঘাট, কাষ্টঘর, চালিবন্দরে তিনি গণসংযোগ করেন। গণসংযোগকালে মেয়র প্রার্থী আবু জাফরের সঙ্গে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট মহানগর সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, ছাত্র ইউনিয়ন মহানগর নেতা নাবিল এইচ, তন্ময় পাল, পার্থ প্রতীম তালুকদার,  ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত মোহন্ত, সঞ্জয় শর্মা, এনামুল হক সামী, সাজ্জাদ হোসাইন, শাম্মা পারভীন, সঞ্জিত শর্মা প্রমুখ। এ সময় তিনি ধনী-গরিব সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে মই মার্কায় ভোট চান।

অ্যাডভোকেট জুবায়েরের সমর্থনে পথসভা
আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের রয়েছে দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। প্রয়োজনীয় উন্নয়নের পাশাপাশি সিলেট নগরীর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি নগরীর ২০নং ওয়ার্ডের বালুচর পয়েন্ট এলাকায় টেবিল ঘড়ির সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট শিক্ষাবিদ ফখরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ২০ দলীয় জোট সিলেট জেলার সদস্য সচিব ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম প্রমুখ।

প্রচারণায় এসএম জাকির
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে গণসংযোগ করেছে ১৪নং ওয়ার্ড ছাত্রলীগ। রোববার দুপুরে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তারা প্রচারণা চালান। ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবদুল মুমিন লাহিন ও সাধারণ সম্পাদক আরাফাত আহমদের পরিচালনায় গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। এ সময় তারা বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও অলিগলিতে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান। নগরীর প্রতিটি ওয়ার্ড ছাত্রলীগকে নিয়ে প্রত্যেক মহল্লায় ভোট প্রচারণা করবেন এসএম জাকির হোসেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম ফয়সল, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, ছাতক পৌর ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ তুহিনসহ সিলেট জেলা, মহানগর ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসমা কামরানের গণসংযোগ
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গণসংযোগ করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিণী আসমা কামরান। গতকাল তিনি সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের সাপ্লাই, কলবাখানী, চাষনীপীর মাজার এলাকাসহ এ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং উন্নয়নের স্বার্থে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করেন। পাশাপাশি নৌকার সমর্থন ও দোয়া কামনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বি আলতা মিয়া, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, আব্দুর রহিম কয়েছ, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাকারিয়া হোসেন সাকির, সাঈদ খান সিজান, আলমগীর হোসেন, আব্দুল ওয়াদুদ সোহান, শাহিন আহমদ, আরকান আহমদ, নেহারুন বেগম, আলোয়ার হোসেন, কামরুল হোসেন, ফরিদ মিয়া প্রমুখ।

বই মার্কায় ভোট চেয়ে গণসংযোগ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে ওয়ার্ডে বিভিন্ন স্থানে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল দুপুরে নির্বাচনী এলাকার নগরীর ভার্থখলা, টানির্মানল রোড, রেলস্টেশন, কুমিল্লা পট্টিসহ বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন আবুল বাছির বাদল, মানিক মিয়া, বাবলু মিয়া, হাবিবুর রহমান পাপ্পু, সাকিব, বাবু, আব্দুর রহিম, জুম্মান, বাসন্তী দে, দিনার বেগম, ছালমা বেগম, জবা বেগম, শিউলী বেগম, জাহানারা বেগম, রুমা বেগম প্রমুখ।

ফটোসাংবাদিক কয়েছের ক্যামেরা ভাঙচুর
পেশাগত দায়িত্ব পালনকালে নগরীর কাষ্টঘরে হামলার শিকার হয়েছেন দৈনিক সবুজ সিলেটের প্রধান আলোকচিত্রী মো. কয়েছ আহমদ। শনিবার রাত ৯টার দিকে তার উপর এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী কয়েছ আহমদের ক্যামেরা ভাঙ্‌চুর করেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। আলোকচিত্রী শাহ মো. কয়েছ আহমদ বলেন, রাতে আমি পেশাগত দায়িত্বের অংশ হিসেবে মহাজনট্টি এলাকায় ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নজরুল ইসলাম মুনিমের গণসংযোগে যাওয়ার পথে মহাজনপট্টির কাষ্টঘর এলাকায় গেলে পেছন দিক থেকে কাষ্টঘরের বাসিন্দা মৃত ধনুয়া লালের ছেলে লসমল লাল লবণ (৩৫) আমার উপর হামলা চালায়। সে আমার কাঁধে থাকা ক্যামেরার ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় আমাকে উদ্দেশ্য করে বলেন, পুলিশ ও সাংবাদিকদের কারণে আমি জেল খেটেছি। তাই কোনো পুলিশ সাংবাদিককে বাঁচতে দেবো না। পরবর্তীতে বিবাদী আমার ক্যামেরা ব্যাগ কয়েক দফা রাস্তায় আছাড় মেরে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আমি বিষয়টি থানা পুলিশকে জানালে বন্দরবাজার ফাঁড়ির কর্মকর্তা সিরাজ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ জানেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন বলেন, এ ঘটনা আমি শুনেছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status