বাংলারজমিন

মনোহরদী পৌরসভার বাজেট ঘোষণা

মনোহরদী প্রতিনিধি

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:২৮ পূর্বাহ্ন

নতুন কোনো করারোপ ছাড়াই মনোহরদী পৌরসভার ২০১৮-১৯ প্রস্তাবিত বাজেট এক সংবাদ সম্মেলনের মধ্যে গতকাল বেলা ১২টায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মনোহরদী পৌরসভার মেয়র মো. আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে এ সময় বাজেট উপস্থাপন করেন, পৌর সচিব মো. ইসমাইল মিয়া। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয় ৪ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৪শত ৩৪ টাকা। রাজস্ব ব্যয় ৪ কোটি ২২ লাখ, ৮৬ হাজার ৩৯৩ টাকা, রাজস্ব উদ্বৃত্ত ৩২ লাখ ৪৭ হাজার ৬৪১ টাকা। উন্নয়ন খাতে আয় ১১ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৯৪৯ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ১১ কোটি ৪ লাখ টাকা। উন্নয়ন উদ্বৃত্ত ১১ লাখ ৪০ হাজার ৯৪৯ টাকা। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, হিসাবরক্ষক নাসিমুর রহমান অপু, প্রধান সহকারী মো. শফিকুল ইসলাম, প্যানেল মেয়র মাসুদ রানা, মুন্নি আক্তার, কাউন্সিলর তাছলিমা বেগম, মো. কামাল হোসেন, মো. মোজাহেদ উদ্দিন, মো. আকরাম হোসেন, মো. জজ মিয়া, মো. জাকির হোসেন আকন্দ বাবুল, মো. হারুন অর রশিদ মাঝি, মো. আবুল কাশেম, আবু নাঈম মো. জাকারিয়া প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status