বাংলারজমিন

ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশা আটক

শায়েস্তাগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:২৭ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের  শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ, মাধবপুর উপজেলার রতনপুর, বাহুবল উপজেলার মিরপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে পাথরবোঝাই ওভারলোড ট্রাক, বালুবোঝাই ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশা আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয় মহাসড়কে তিন চাকার যানবাহন, ওভারলোড গাড়ি চলাচল নিষিদ্ধ করলেও তা বন্ধ হয়নি। ঘন ঘন দুর্ঘটনা এবং প্রাণহানির জন্য এ ধরনের যানবাহন  দায়ী হলেও কিছুতেই মহাসড়কে এগুলোর চলাচল থামানো যাচ্ছে না। পাথরবোঝাই ওভারলোড ট্রাক চলাচলের কারণে মহাসড়কে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। এর পরিপ্রেক্ষিতে প্রতিদিনই চলছে মহাসড়কে হাইওয়ে থানা পুলিশের অভিযান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকারের নেত্বতে সার্জেন্ট মুস্তাফিজুর রহমান ও একদল পুলিশ মহাসড়কে অভিযান চালিয়ে জুন মাসে ৫০টি সিএনজি অটোরিকশা, ১লা জুলাই হতে ১৫ই জুলাই পর্যন্ত ৩০টি সিএনজিচালিত অটোরিকশা, বালুভর্তি ৩টি ট্রাক্টর ও পাথরবোঝাই ওভারলোড ৩৯টি ট্রাক আটক করে থানায় নিয়ে এসে মামলা দেয়া হয়।

পরে ট্রাক, ট্রাক্টরের মালামাল আনলোড করে মালিকের কাছে হস্তান্তর করে মামলা দেয়া হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, মহাসড়কে অবৈধভাবে কোনো প্রকার যানবাহন চলাচল করতে দেয়া হবে না এবং আমাদের  এ অভিযান অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status